Tolly Gossip: কাঞ্চনের বাড়ির কালীপুজো, শ্রীময়ীর সঙ্গে ম্যাচিং পোশাকে বাড়ল ‘প্রেম’ও?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 13, 2023 | 7:51 PM

Tolly Gossip: অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের ফ্ল্যাটে গত বছর থেকেই শুরু হয়েছে কালীপুজো। এর আগে পৈতৃক বাড়িতে পুজো হত, কিন্তু গত এক বছর ধরে নিজের কাঁধে, নিজের ফ্ল্যাটে গোটা দায়িত্ব নিয়ে ফেলেছেন কাঞ্চন নিজেই। আর কাঞ্চন যেখানে সেখানেই যে আনগোনা তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজের।

Tolly Gossip: কাঞ্চনের বাড়ির কালীপুজো, শ্রীময়ীর সঙ্গে ম্যাচিং পোশাকে বাড়ল প্রেমও?
শ্রীময়ী-কাঞ্চন।

Follow Us

অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের ফ্ল্যাটে গত বছর থেকেই শুরু হয়েছে কালীপুজো। এর আগে পৈতৃক বাড়িতে পুজো হত, কিন্তু গত এক বছর ধরে নিজের কাঁধে, নিজের ফ্ল্যাটে গোটা দায়িত্ব নিয়ে ফেলেছেন কাঞ্চন নিজেই। আর কাঞ্চন যেখানে সেখানেই যে আনগোনা তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজের। গত বারেই কাঞ্চনের পুজোতে বড় দায়িত্ব পালন করেছেন শ্রীময়ী। এবারেও কিন্তু অন্যথা হল না। কাঞ্চনের বাড়ির কালীপুজোয় দেখা গেল তাঁকে। আগের বার শ্রীময়ী জানিয়েছিলেন, আলপনা দেওয়া, সাজানো গোছানো এ সবের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তিনি। এবারেও তাঁর কাঁধে পড়েছিল দায়িত্ব। শুধু কি তাই? ম্যাচিং পোশাক পরতেও দেখা গেল দু’জনকে। লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন শ্রীময়ী। ওদিকে কাঞ্চন পরেছিলেন লাল-সাদা পাঞ্জাবি। হাসি মুখে সেই ছবি পোস্ট করেছেন কাঞ্চন নিজেই। লুকোছাপা, ভনিতা এ সবই উধাই কবেই!

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনত বিচ্ছদ হয়নি এখনও কাঞ্চনের। অন্যদিকে শ্রীময়ীকে সবসময়ই ভাল বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। কিন্তু রাত পার্টিতে একসঙ্গে থেকে শুরু করে নানা ফিল্মি পার্টিতে দু’জনের একসঙ্গে যাতায়াত যেন না বলেই বলে দিয়েছে অনেক কিছুই। সম্প্রতি কাঞ্চন ও শ্রীময়ী দু’জনেই সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি দেওয়া বেশ বাড়িয়ে দিয়েছেন। তবে কি আকার ইঙ্গিতে নিজেরাই বুঝিয়ে দিচ্ছেন সম্পর্কের কথা? তাঁরা খোলসা না করলেও নেটিজেনরা অনুমান করে নিচ্ছেন তেমনটাই।

Next Article