Kanchan Mullick: টেলিভিশনে ‘বসন্ত বিলাস’-এ ফিরছেন কাঞ্চন, সঙ্গী কমলিকা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 28, 2021 | 5:28 PM

Kanchan Mullick: মেসবাড়ি নিয়ে বহু গল্প, উপন্যাস রয়েছে। বেশ কিছু সিনেমাতেও এসেছে মেসবাড়ির প্রসঙ্গ। ‘বসন্ত বিলাস’ও কলকাতার এক মেসবাড়ির গল্প।

Kanchan Mullick: টেলিভিশনে ‘বসন্ত বিলাস’-এ ফিরছেন কাঞ্চন, সঙ্গী কমলিকা
কাঞ্চন এবং কমলিকা।

Follow Us

কাঞ্চন মল্লিক। তিনি শুধুমাত্র এখন আর অভিনেতা নন। তিনি নির্বাচিত বিধায়কও বটে। রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা তাঁর। অনেকটা সময় এখন রাজনীতির কেরিয়ারে দিচ্ছেন তিনি। তার মধ্যেও ফের ফিরছেন অভিনয়ে। টেলিভিশনে ফিরছেন কাঞ্চন। সম্ভবত আগামী নভেম্বর থেকেই কালার্স বাংলা চ্যানেলে দেখা যাবে তাঁর নতুন ধারাবাহিক ‘বসন্ত বিলাস’।

মেসবাড়ি নিয়ে বহু গল্প, উপন্যাস রয়েছে। বেশ কিছু সিনেমাতেও এসেছে মেসবাড়ির প্রসঙ্গ। ‘বসন্ত বিলাস’ও কলকাতার এক মেসবাড়ির গল্প। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের মানুষ নিজের স্বপ্নপূরণের জন্য শহরে এসে এই মেসেই আশ্রয় নেয়। প্রতিটি চরিত্রের কিছু বিশেষত্ব আছে। যা প্রত্যেকে আলাদা করে চিনতে সাহায্য করে। বিভিন্ন চরিত্রের বিভিন্ন অভ্যেস তৈরি করে নানা মজার মুহূর্ত। রাহুল এবং মহুয়া, এই দুজনের এই মেসবাড়িতে দেখা হয়। তারপর থেকেই তারা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কারণ একে অপরের থেকে একেবারেই আলাদা। কাঞ্চনের সঙ্গে এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কমলিকা।

‘বসন্ত বিলাস’-এর টাইটেল ট্র্যাক গেয়েছেন উপল। গানের কথা লিখেছেন প্রসেন। প্রসেন-উপল জুটির এই গান দর্শকের ভাল লাগবে সে বিষয়ে নিশ্চিত নির্মাতারা। এমনিতেই কাঞ্চন এবং কমলিকা জুটির অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পরই অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চনের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়। পুলিশের দ্বারস্থ হন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন কাঞ্চনও। এই ঘটনায় ভীষণই হতাশ হয়ে পড়েছিলেন অভিনেতা- বিধায়ক কাঞ্চনও। সোশ্যাল মিডিয়া পোস্ট, পিঙ্কির পুলিশি পদক্ষেপ, সংবাদ মাধ্যমের লেখালেখিতে বাকরুদ্ধ হয়ে পড়েন অভিনেতা। চেতলার রাস্তায় দাঁড়িয়ে কাঞ্চন, পিঙ্কি, শ্রীময়ীর তর্ক বিতর্কের ছবি মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছিল অভিনেতার। এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে সে সময় তিনি জানান, “ভাগ্যিস আমি শ্রীময়ীকে নিয়ে গিয়েছিলাম, একা গেলে বোধহয় আমার নামে ৪৯৮ করে দিত। গত ২৫ বছর ধরে ক্যামেরার সামনে কাজ করছি। কই তখন তো কোনও অভিযোগ হয়নি। আমি বিধায়ক হওয়ার পরই এ সব হল কেন? ”

পুলিশের দারস্থ হন কাঞ্চন এবং শ্রীময়ীও। দাদা কাঞ্চন মল্লিককে নিয়ে রটনার পর আর কি চুপ থাকা যায়? অন্যদিকে, পিঙ্কির বধূ নির্যাতনের অভিযোগ এনে নিউ আলিপুর থানায় এফআইআর দায়ের করার পর কাঞ্চনও পিঙ্কি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন চেতলা থানায়। সে সব পেরিয়ে ফের অভিনয়ে ফিরছেন কাঞ্চন, এতেই খুশি তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন, Nusrat Jahan: ‘হৃদয়ে উষ্ণতা’, কাশ্মীর ভ্রমণে নুসরত জাহান

Next Article