শেষ হয়েও যেন শেষ হচ্ছে না অভিনেতা-সাংসদ কাঞ্চন মল্লিকের জন্মদিন সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়াতে লাগাতার দু’দিন ধরে সেলিব্রেশনের ছবি আপলোড করেছেন কাঞ্চন। কখনও থালায় পঞ্চব্যঞ্জন আবার কখনও বা রকমারি পোশাক পরে ঘরে সাজিয়ে চলেছে কেক কাটিং। সেই ছবিও কাঞ্চন আপলোড করেছেন নিজেই। আর তাতেই এ কী! সেলিব্রেশনে স্ত্রী হাজির না হলেও রয়েছেন বিশেষ বন্ধু শ্রীময়ী চট্টরাজ। দুজনের পোশাকেও যে রয়েছে মিল তাও চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নেটিজেনরাই। দুজনেই পরেছেন কালো পোশাক। মুখে এক গাল হাসি। কাঞ্চনের বাহুলগ্না শ্রীময়ী। তবে পিঙ্কির উপস্থিতি চোকে পড়েনি কোথাও।
প্রসঙ্গত, গত বছর শ্রীময়ী ও কাঞ্চনের সম্পর্ক নিয়ে উত্তাল ছিল টলিউড। উত্তরপাড়ার সাংসদের স্ত্রী পিঙ্কি স্বামীর বিরুদ্ধে এনেছিলেন বিস্ফোরক কিছু অভিযোগ। যদিও শ্রীময়ী এ কথা মানতে চাননি তখনও। মানতে চাননি কাঞ্চনও। সব মিলিয়ে ক্রমশ জটিল হয়ে উঠছিল সম্পর্কের সমীকরণ। এরই মধ্যে কাঞ্চনের স্ত্রী পিঙ্কির সঙ্গে দেখা করতে শ্রীময়ী-কাঞ্চন গিয়েছিলেন চেতলার সবুজ বাগান লেনে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানেই বচসায় জড়ান তাঁরা, যা গড়িয়েছিল থানা পর্যন্ত। পিঙ্কি অভিযোগ করেছিলেন গাড়ি আটকে তাঁকে ও তাঁর সন্তানকে হুমকি দিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। অন্যদিকে কাঞ্চন পাল্টা থানায় পিঙ্কির বিরুদ্ধে লিখিত অভিযোগ করে দাবি করেছিলেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘হেনস্থা করেছেন।’ টিভিনাইন বাংলাকে সে সময় কাঞ্চন বলেছিলেন, “মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। কোথাও বেরনোর মুখ নেই। আমার এ বার ভয় লাগছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কী জবাব দেব?”
সময়ের সঙ্গে সঙ্গে সেই উত্তাপের আঁচ এখন অনেকটাই ফিকে। প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়ি এরপর আর দেখা যায়নি। তবু কাঞ্চনের জন্মদিনে শ্রীময়ীর পোস্ট আর জন্মদিনের এই উষ্ণ সেলিব্রেশন কি আবারও থিতিয়ে যাওয়া আগুনে ঘি ঢালল? প্রশ্ন ছুড়েছেন নেটিজেনরা।