Kapil Sharma Angry: বিমান ধরতে ৬ ঘণ্টা দেরি; সংস্থাকে তুলোধনা কপিল শর্মা, বললেন, ‘আর কোনওদিনই…’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 30, 2023 | 10:21 AM

Kapil Sharma Reacts: বিমান ছাড়তে দেরি হয়। ৬ ঘণ্টার দেরি। অন্যান্য যাত্রীদের সঙ্গে ভোগান্তি হয় কমিডি কিং কপিল শর্মারও। বিষয়টি সম্পর্কে এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন কপিল। এবং তুলোধনা করেছেন সেই বিমানসংস্থাকে। যাঁরা সোশ্যাল মিডিয়ায় নানাবিধ বিজ্ঞাপনের মাধ্যমে বারংবার ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছেন যাত্রীদের। কিন্তু কেবল কপিলই নন, এই বিমান সংস্থার ফ্লাইট বুক করে হয়রানি হয়েছে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়াকেও। তিনিও অতীতে বিমান সংস্থার পেশাদারিত্ব নিয়ে কটাক্ষ করছেন।

Kapil Sharma Angry: বিমান ধরতে ৬ ঘণ্টা দেরি; সংস্থাকে তুলোধনা কপিল শর্মা, বললেন, আর কোনওদিনই...
কপিল শর্মা।

Follow Us

বিমান ছাড়তে দেরি হয়। ৬ ঘণ্টার দেরি। অন্যান্য যাত্রীদের সঙ্গে ভোগান্তি হয় কমিডি কিং কপিল শর্মারও। বিষয়টি সম্পর্কে এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন কপিল। এবং তুলোধনা করেছেন সেই বিমানসংস্থাকে। যাঁরা সোশ্যাল মিডিয়ায় নানাবিধ বিজ্ঞাপনের মাধ্যমে বারংবার ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছেন যাত্রীদের। কিন্তু কেবল কপিলই নন, এই বিমান সংস্থার ফ্লাইট বুক করে হয়রানি হয়েছে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়াকেও। তিনিও অতীতে বিমান সংস্থার পেশাদারিত্ব নিয়ে কটাক্ষ করছেন।

একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নিতে বিমান ধরতে গিয়েছিলেন কপিল। সেই ইভেন্টে পৌঁছতে তাঁর সময় লাগে অনেকটাই। এক্সে কপিল লিখেছেন, “প্রথমে আপনারা আমাদের বাসে অপেক্ষা করিয়েছেন ৫০ মিনিট। তারপর আপনারা বললেন ট্রাফিকে আপনাদের পাইলট আটকে রয়েছে। তাই নাকি? আমাদের বিমান ছাড়ার কথা ছিল রাত ৮টায়। এখন বাজে ৯টা ২০ মিনিট। ককপিটে কোনও পাইলট নেই আমাদের বিমানে। কী মনে হয়, ১৮০ যাত্রী ফের যাত্রা করবেন আপনাদের বিমানে? কখনও না…”

এক্সে এই পোস্ট করার কিছুক্ষণ পর ফের আরও একটি পোস্ট করেন কপিল। সেখানে তিনি জানিয়েছেন, যে বিমান সংস্থা সকল যাত্রীকে অন্য একটি বিমানে যাত্রা করানোর ব্যবস্থা করেছেন। তাতেও চটে গিয়ে কমিডিয়ান লিখেছেন, “এখন তাঁরা প্রত্যেক যাত্রীকে অন্য একটি বিমানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। তাই আবার নতুন করে সিকিউরিটি চেক করতে হবে আমাদের।” থাম্বস ডাউন ইমোটিকন দেখিয়েছেন তিনি।

Next Article