কপিল শর্মা, বারে বারে নিজেকে যিনি গরিব বলে দাবি করে থাকেন, তিনি কি আদপে গরিব? এক একটি অপিসোড পিছু তিনি আয় করে থাকেন মোটা অঙ্কের টাকা। তবুও কমেডিরি অস্ত্র হিসেবে তিনি বারে বারে নিজের পরিবার, শিক্ষা ও অর্থ প্রসঙ্গ টেনে আনেন আলোচনায়। যদিও কম বেশি সকলেরই জানা কপিল শর্মা মোটা টাকার মালিক। দীর্ঘ দিন ধরে জনপ্রিয় টক শো সঞ্চালনা করছেন তিনি। পাশাপাশি থাকে ব্যক্তিগত শো। অভিনয় জগতেও দিব্যি কাজ করছেন তিনি। সব মিলিয়ে কপিল শর্মা বর্তমানে এক ব্র্যান্ড। সেই স্টারের সত্যি সম্পত্তির পরিমাণ কত জানলে অবাক হবেন অনেকেই। সম্প্রতি খবর ছড়িয়ে পড়তে শোনা যায় কপিল শর্মা মোট ৩০০ কোটি টাকার মালিক।
২০০৭ সাল থেকে কেরিয়ার শুরু হয় কপিলের। লাফটার চ্যালেঞ্জ সিজ়ন তিন জেতার পরই কপিল শর্মাকে নিয়ে চর্চা ওঠে তুঙ্গে। এরপর কমেডি শো, ২০১০ থেকে একাধিক ছবি, সবই রয়েছে কপিলের দখলে। সম্প্রতি তাঁর আগামী ছবির প্রচারে এসে ব্যক্তিগত সম্পত্তি নিয়ে আজতাক তাঁকে প্রশ্ন করে। যার উত্তরে তিনি জানিয়েছেন, তিনি অনেক টাকা হারিয়েছেনও। যদিও সেসব নিয়ে ভাবতে রাজি নন কপিল শর্মার। তাঁর কথায়, তাঁর পরিবার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেটাই তাঁর জন্য যথেষ্ট। যদিও কপিলের কথায়, তিনি ভাল রোজগার করলেও আজও মাস মাইনের ধারণাতেই বাঁচেন তিনি। তিনি খরচ করতে মোটেও পছন্দ করেন না। যা খরচ করার তাঁর স্ত্রী করে থাকেন।
এবার ফুড ডেলিভারি বয়-এর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। পরিচালক নন্দিতা দাসের ফ্রেমে অন্যরূপে ধরা দিলেন কপিল শর্মা। যে নামটার সঙ্গে সকলের এক গাল হাসি জড়িয়ে থাকে, এবার সেই চরিত্রই ছক ভেঙে এক অন্য গল্প বলতে চলেছেন পর্দায়। ছবির নাম জুইগাটো। ইতিমধ্যেই ছবিটি দেখান হয়েছে Toronto International Festival-এ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এখন দেখার ছবি ঘিরে কেমন প্রতিক্রিয়া হয় দর্শকদের।