Kapil Sharma: ‘ইতালিয়ান’ হয়ে গেলাম, হঠাৎ কেন এমন বললেন কপিল, রহস্য লুকিয়ে ভিডিয়োতে

Kapil Sharma New Look: সোশ্যাল মিডিয়ায় নিজেই সবটা খোলসা করলেন অভিনেতা তথা সঞ্চালক। ইতিমধ্যেই অভিনয় জগতে হাতেখড়ি হয়ে গিয়েছে তাঁর। মোটা টাকা আয় করেন তিনি। ভারতের বুকে অন্যতম জনপ্রিয় কমেডিয়ান।

Kapil Sharma: ইতালিয়ান হয়ে গেলাম, হঠাৎ কেন এমন বললেন কপিল, রহস্য লুকিয়ে ভিডিয়োতে
কপিল শর্মা: কপিল শর্মার জনপ্রিয় শো দ্য কপিল শর্মা শো, যেখানে তিনি সঞ্চালনা করতে পকেটে পুরে থাকেন এপিসোড পিছু ৩০ থেকে ৩৫ লাখ টাকা।

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 03, 2023 | 2:15 PM

দ্য কপিল শর্মা শোয়ের প্রাণ কেন্দ্র হলেন কপিল শর্মা। যাঁর মজার মজার মন্তব্যে হাসির রোল ওঠে ভক্তমহলে। কপিল শর্মা বরাবরই বেশ মজার মানুষ। তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নিত্য নতুন পোস্ট থেকে শুরু করে ভিডিয়ো নজরে আসে। কখনও তাঁর বিদেশ ভ্রমণের ছবি, কখনও আবার সেট থেকে মজার মজার ক্লিপিং শেয়ার করেন তিনি। সদ্য বিদেশ থেকে ফিরলেন কপিল। কিন্তু হঠাৎ কেন হয়ে গেলেন ইতালিয়ান? সোশ্যাল মিডিয়ায় নিজেই সবটা খোলসা করলেন অভিনেতা তথা সঞ্চালক। ইতিমধ্যেই অভিনয় জগতে হাতেখড়ি হয়ে গিয়েছে তাঁর। মোটা টাকা আয় করেন তিনি। ভারতের বুকে অন্যতম জনপ্রিয় কমেডিয়ান।

এবার তিনি পৌঁছে গেলে স্যলঁতে। সেখান থেকেই দাড়ি কাটার ভিডিয়ো শেয়ার করলেন। তবে এবার আর চেনা লুকে ধরা দিলেন না। করলেন ফ্রেঞ্চকাট। যিনি দাড়ি কাটছিলেন তাঁকে কপিল প্রশ্ন করেন, তাঁকে কোন দেশের মানুষ বলে মনে হচ্ছে? উত্তরে তিনি জানান, ইতালিয়ান। অর্থাৎ তাঁকে ইতালির মানুষ বলেই মনে হচ্ছে। কপিল থেকে না গিয়ে পাল্টা প্রশ্ন করেন তিনি কোনওদিন ইতালি গিয়েছেন কি না, উত্তরে তিনি জানান, না তিনি যাননি, তবে দেখেছেন হাউসফুল ছবি। সেখানে তিনি এই ধরনের কাট দেখেছেন।

সবটা শুনে হাসি মুখে কপিল বলেন আমি তো ‘ইতালিয়ান’ হয়ে গেলাম। যদিও এই মজার ভিডিয়ো দেখে আন্নদ পেলেও নেট পাড়া এখন তাঁর নয়া লুক নিয়ে চর্চায় ব্যস্ত। কারও পছন্দ হচ্ছে, কেউ আবার তাঁর পুরোনো লুকের প্রশংসা করছেন। কপিলকে যেন চেনাই যাচ্ছে না। এক কথায় বলতে গেলে কপিলের এই লুক অতীতে কেউ দেখেনি। কপিল বরাবরই একই লুকে থেকে এসেছেন। ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘নতুন কিছুর জন্য নতুন কিছু…।’