আজ বিশ্ব ফটোগ্রাফি ডে। যে চ্যানেলটি শুরু থেকেই সারাবিশ্বের ভাল-ভাল ফটো ও ভিডিয়ো আমাদের দেখিয়েছে, তাঁরা একটি উপহার দিতে চলেছেন আমাদের। এর জন্য চ্যানেলটি করণ জোহরের সঙ্গে হাত মিলিয়েছে। তাঁদের যৌথ উদ্যোগে দারুণ কিছু পেতে চলেছি আমরা। একটি টিজারও লঞ্চ হয়েছে সম্প্রতি।
শুরুতেই দেখা যায়, সমুদ্র সৈকতের শান্তি। শোনা যায় ঢেউয়ের শব্দ। ঢেউ আঁছড়ে পড়ে সৈকতে। তারপরই করণ জোহরের গ্র্যান্ড এন্ট্রি। বলছেন, “কিছু দৃশ্য আমাদের মনকে অন্য জায়গায় নিয়ে যায়… অনুপ্রেরণা দেয়। তাই দেখতে থাকুন।” টিজারটি ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন। কী হতে চলেছে এর পর, তাই নিয়ে কৌতূহলেরও শেষ নেই। তবে করণের সঙ্গে যে ফটোগ্রাফির আলাদা রোমাঞ্চ যুক্ত হতে চলেছে, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।
টেলিভিশনের পরদায় করণ জোহর বেশ জনপ্রিয়। তাঁর বহু চর্চিত শো ‘কফি উইথ করণ’ নিয়ে কম আলোচনা হয়নি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে বিগ বস ১৫ হোস্ট করছেন করণ। শোটি স্ট্রিম করতেও শুরু করে দিয়েছে। অন্যদিকে, পাঁচ বছরের লম্বা বিরতির পর ফের পরিচালনায় ফিরছেন করণ। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মুখ্য চরিত্রে আলিয়া ভাট ও রণবীর কাপুর। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরীও। ছবি সম্পর্কে করণ বলেছেন, ‘এটা নতুন জার্নির শুরু আর আমার বাড়ি ফেরার রাস্তা। আমার প্রিয় জায়গায় ফেরার সময় হয়েছে। ক্যামেরার লেন্সের পিছন থেকে ভালবাসার গল্প তৈরি করার সময় হয়েছে’। তিনি আরও জানান, এই গল্পটা তাঁর কাছে অত্যন্ত স্পেশাল। পরিবার এবং প্রেমের গল্প।
১৩ অগাস্ট করণের প্রযোজনায় মুক্তি পায় ‘শেরশাহ’ ছবিটি। ভারতীয় শহীদ জওয়ান বিক্রম বাত্রার জীবনের উপর তৈরি করেছিলেন ছবি। মুখ্য চরিত্রে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রাকে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ছবি। সেদিনই জানা যায়, দেশমাতার আরও এক সন্তান স্বাধীনতা সংগ্রামী উষা মেহতার জীবনী নিয়েও তিনি ছবি তৈরি করতে আগ্রহী করণ। ইন্ডাস্ট্রির এক সূত্র মারফত জানা গিয়েছে, “বেশকিছু ছবি নিয়ে চিন্তাভাবনা করছে ধর্মা। সেই ছবির একটির চিত্রনাট্য উষা মেহতার জীবন। খরখর নাটক থেকে তৈরি হচ্ছে ছবির চিত্রনাট্য। আজ থেকে নয়। বেশ কিছু বছর ধরেই এই ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। চলছে নানাবিধ গবেষণার কাজও।” ছবির পরিচালনা করবেন কানন আইয়ার। নাটক থেকে চিত্রনাট্যের রূপের দায়িত্ব সামলাচ্ছেন ধরব ফারুকি। আলিয়া ভাট অভিনীত ‘রাজি’ ছবির মতোই হতে চলেছে উষা মেহতার জীবনী নির্ভর এই ছবি। ছবিতে কারা কারা অভিনয় করবেন, তা নিয়ে বাছবিচার চলছে। ছবির নামও ঠিক হয়নি এখনও। কংগ্রেজ রেডিয়োর অন্যতম সদস্য ছিলেন উষা। ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ব্রিটিশদের রাতের ঘুুম উড়িয়েছিলেন। স্বাধীনতার পর পদ্ম বিভূষণে ভূষিত করা হয় উষা মেহতাকে। এসবই দেখানো হবে ছবিতে।
আরও পড়ুন: রুকমা, শ্রুতি নাকি স্বৈরিতি, আপনার বিচারে ‘পরম সুন্দরী’ কে?