কথায় বলে, ‘নামে কি আসে যায়’! নামে এসে না গেলেও পদবীতে যে এসে যায় তা হাড়েহাড়ে টের পাচ্ছেন টেলি অভিনেতা করণ কুন্দ্রা। পর্ণ কান্ডে ফেঁসেছেন রাজ, ওদিকে পদবী এক হওয়ার কারণে, তার খেসারত দিতে হচ্ছে করণকে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন করণ।
করণ জানিয়েছেন, বেশ কিছু সংবাদমাধ্যম তাঁকে ও রাজ কুন্দ্রাকে এক পদবীর কারণে গুলিয়ে ফেলে পর্ণকাণ্ডে তাঁর ছবি জুড়ে দেন। তাঁর কথায়, “শুধু ছবি নয়, কেউ কেউ তো আবার নামও ব্যবহার করতে শুরু করে। হঠাৎ করেই দেখি টুইটারে আমাকে নিয়ে যা-তা চলছে। কী হচ্ছে তা বোঝবার জন্য বেশ খানিক সময় লেগে গেল আমার। তার পর বুঝতে পারলাম গোটা ব্যাপার।” করণ জানিয়েছে এর আগেও তাঁকে শিল্পা শেট্টির স্বামী হিসেবে পরিচয় দিয়ে অনেক প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। সে সব যদিও মজার ছলেই নিয়েছেন তিনি। কিন্তু অ্যাপ কাণ্ডে তাঁকে গুলিয়ে ফেলায় চরম বিপাকে অভিনেতা।
তিনি যোগ করেন, “ধরুন গ্রামাঞ্চলে যেখানে এত নেট, ডিজিটাল মাধ্যম বা টিভির জনপ্রিয়তা নেই, সেখানে কেউ একজন আমার নামে বেরনো ওই প্রতিবেদন পড়ল, পরবর্তীতে বাকি প্রতিবেদনগুলো মিস করে গেল, সে তো ভেবে বসবে যে আমিই সেই ব্যক্তি। আমি পর্ণকাণ্ডে অভিযুক্ত। আমি এমন অনেক পোস্ট পেয়েছি যেখানে মানুষ বলছে, “আরে এই তো রোডিজ করতো লোকটা এখন পর্ণ বানিয়েছে।” সমস্যার এখানেই শেষ নয়, করণ বলেন, যদি বিদেশে আমি কাজ করতে যাই, সেখানে মানুষের বলিউড সম্পর্কে বিশেষ ধারণা নেই। সে নেটে সার্চ করল আমার নাম, বদলে দেখতে পেল এমন সব প্রতিবেদন যেখানে বলা হয় ওই মামলায় দোষী আমি। তাহলে কী হবে ভাবুন তো।” সব মিলিয়ে আচমকাই পর্ণকাণ্ডে নাম জড়িয়ে জাওয়ায় অস্বস্তিতে অভিনেতা।
আরও পড়ুন- ‘বাচপন কা প্যায়ার তুঝে…’ এক গানেই সুপারহিট, বলিউড থেকেও ডাক আসছে সুক্মার কৃষক-সন্তান সহদেবের