প্যানডেমিকে কানাডায় আটকে ছিলেন, অবশেষে সপরিবার মুম্বই ফিরলেন করণভীর

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 12, 2021 | 3:56 PM

Karanvir Bohra: এতদিন দেশের বাইরে থাকার কারণে শুটিংও পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন করণভীর। এ বার আবার কাজ শুরু করতে পারবেন বলেও খুশি তিনি।

প্যানডেমিকে কানাডায় আটকে ছিলেন, অবশেষে সপরিবার মুম্বই ফিরলেন করণভীর
সপরিবার অভিনেতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

তিন কন্যা এবং স্ত্রী তথা অভিনেত্রী তেজয় সিধুকে নিয়ে অবশেষে মুম্বই ফিরতে পারলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণভীর বোহরা। ছোট মেয়ের জন্মের পর থেকেই সপরিবার কানাডায় ছিলেন তাঁরা। প্যানডেমিকের কারণে এতদিন ফেরার সিদ্ধান্ত নেননি। অবশেষে ফিরলেন দম্পতি।

মুম্বই ফিরে সাংবাদিকদের করণভীর বলেন, “ফিরতে পেরে খুব ভাল লাগছে। বর্ষাকাল ভাল লাগে আমার। মুম্বইতে বর্ষা এনজয় করব। আমার পছন্দের সময় এটা। গত তিন মাস ধরে ফেরার চেষ্টা করছিলাম। কিন্তু প্যানডেমিকের কারণে কখনও টিকিট পিছিয়ে যাচ্ছিল। কখনও বা ফ্লাইট ক্যানসেল হচ্ছিল।”

এতদিন দেশের বাইরে থাকার কারণে শুটিংও পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন করণভীর। এ বার আবার কাজ শুরু করতে পারবেন বলেও খুশি তিনি। তবে মুম্বইতে ফিরেও করোনা আতঙ্কের কারণে গৃহবন্দিই রাখছেন নিজেদের। তাঁর কথায়, “আমরা কারও সঙ্গে দেখা করতে যাচ্ছি না। বাড়িতেও কেউ আসছেন না। বন্ধু বা পরিবার মেয়েদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। আমরা অন্তত আরও ১০দিন বাড়ির বাইরে যাব না। আমার ছোট মেয়ের কাছে সবটাই নতুন। তবে খুব তাড়াতাড়ি ও অ্যাডজাস্ট করে নিচ্ছে। কাজ তো করতেই হবে। ভয় এখনও আছে। কিন্তু কাজ না করলে সংসার চলবে না।”

তিন কন্যার গর্বিত বাবা-মা হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় জুটি। ২০১৬-এ যমজ কন্যা সন্তান বীণা এবং রায়ার জন্ম দেন তেজয়। ২০২০-তে জন্ম হয় গিয়ার। অতিমারির আবহে সন্তানসম্ভবা হয়েছিলেন তেজয়। গিয়াকে জন্ম দিতে সপরিবার কানাডায় চলে গিয়েছিলেন তিনি। আপাতত তিন মেয়েকে নিয়ে ব্যস্ত অভিনেত্রী। মেয়েরা কিছুটা বড় হলে ফের কাজে ফেরার পরিকল্পনা করবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।

আরও পড়ুন, ছেলের জন্মের পর প্রথম ভিডিয়ো শেয়ার করলেন গীতা বসরা

Next Article