AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karisma Kapoor: বাংলার মেয়ে কাঁদালেন করিশ্মাকে, নিজেকে ধরে রাখতে পারলেন না নায়িকা

Karisma Kapoor: হাউহাউ করে কাঁদছেন করিশ্মা কাপুর। তাঁকে সান্ত্বনা দিয়েও লাভ হচ্ছে না কোনও। নেপথ্যে বঙ্গতনয়া মহিমা ভট্টাচার্য। কী এমন করলেন মহিমা যে চোখ জলে ভরে উঠল তাঁর? ইন্ডিয়ান আইডলে বিচারক হিসেবে হাজির হয়েছিলেন করিশ্মা কাপুর। সেখানেই প্রতিযোগী মহিমা।

Karisma Kapoor: বাংলার মেয়ে কাঁদালেন করিশ্মাকে, নিজেকে ধরে রাখতে পারলেন না নায়িকা
কেন কাঁদলেন করিশ্মা?
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 2:42 PM
Share

হাউহাউ করে কাঁদছেন করিশ্মা কাপুর। তাঁকে সান্ত্বনা দিয়েও লাভ হচ্ছে না কোনও। নেপথ্যে বঙ্গতনয়া মহিমা ভট্টাচার্য। কী এমন করলেন মহিমা যে চোখ জলে ভরে উঠল তাঁর? ইন্ডিয়ান আইডলে বিচারক হিসেবে হাজির হয়েছিলেন করিশ্মা কাপুর। সেখানেই প্রতিযোগী মহিমা। ওই মঞ্চে রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ ছবির সেই আইকনিক গান ‘জিনা ইহা, মরনা ইহাঁ’ গানটি গান তিনি। আর সেই গান শুনেই দাদুর স্মৃতিতে চোখ ঝাপসা হয়ে ওঠে করিশ্মার। মনে পড়ে যায় সেই সব সোনালী দিনের কথা। দাদুর সঙ্গে কাটানো মুহূর্তের কথা। আবেগঘন করিশ্মাকে বলতে শোনা যায়, “আজ আমরা যা কিছু করেছি, যা কিছু হয়েছি, সেই সব কিছুই এই মানুষটার জন্য।” করিশ্মার কথা শুনে আবেগঘন হয়ে ওঠেন রিয়ালিটি শো’টির অন্যতম প্রধান বিচারক শ্রেয়া ঘোষাল। সত্যিই তো রাজ কাপুর না থাকলে এই ‘কাপুর ক্ল্যান’যে সৃষ্টিই হত না। ঋষি, রণধীর থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের রণবীর, করিশ্মা অথবা করিনা— এত অভিনেতারই জন্ম হত না বলিউডে!

পৃথ্বীরাজ কাপুরের সন্তান রাজ কাপুর বলিউডের অন্যতম সুপারস্টার। তাঁর ক্যারিশ্মার কাছে ফিকে হয়ে যায় সবই। শুধু অভিনয়ই নয়, প্রযোজনা ও ছবি পরিচালনাতেও তিনি নিজের ছাপ রেখে গিয়েছেন। তাঁর সেই লিগাসিই বয়ে নিয়ে চলেছেন কাপুর সন্তানেরা।