কাশ্মীরা শাহ (Kashmera Shah)। হিন্দি টেলিভিশনের (TV) জনপ্রিয় অভিনেত্রী (Actress)। অভিনয় প্রতিভা দিয়ে যেমন দর্শক মনে জায়গা করে নিয়েছেন কাশ্মীরা, তেমনই বরাবরই তাঁর স্পষ্টবাদীতার জন্যও তাঁকে পছন্দ করেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন ছবি শেয়ার করেন কাশ্মীরা। কখনও সাহসী পোশাকেও দেখা যায় তাঁকে। আর তা নিয়ে ট্রোলিং কম হয়নি। ট্রোলারদের একেবারেই পাত্তা দেন না অভিনেত্রী। বরং কাউকে খুশি করার জন্য তাঁর জন্ম হয়নি, তা এ বার স্পষ্ট জানালেন।
নিজের একটি সাহসী ছবি পোস্ট করে কাশ্মীরা লিখেছেন, নিশ্চিত না হতে পারলে অনেক স্বপ্ন হাতছাড়া হয়ে যায়। কন্ট্রোভার্সিয়াল রিয়ালিটি শো ‘বিগ বস ১৪’-এ অংশ নিয়েছিলেন তিনি। কালার্স টিভিতে সম্প্রচারিত হত লেই অনুষ্ঠান। কাশ্মীরা সংশ্লিষ্ট শো এবং চ্যানেলকে এটা বুঝতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, ‘আমি নিজের সম্পর্কেও অনেক কিছু জানতাম না। এখন আমার চোখ খুলে গিয়েছে। কোনও ক্ষমা প্রার্থনা নয়, কোনও আফসোসও নেই। আমি আপনাকে খুশি করার জন্য জন্মাইনি।’
এর আগে নিজের বিকিনি পরা ছবি শেয়ার করে কাশ্মীরা লিখেছিলেন, ‘আমাকে যথেষ্ট সমালোচনা করা হয়েছে। কিন্তু সবথেকে বেশি গলার জোর এখনও আমারই। আমিই আমার চিয়ারলিডার। সুতরাং এগিয়ে যান, ট্রোল করুন …।’
রায়ান এবং কৃষাঙ্গ। দুই ছেলের মা কাশ্মীরা। কিন্তু তিনি নিজেকে এমন ভাবে মেনটেন করেন, যে তাঁকে দেখে বোঝার উপায় নেই। ফিট থাকাটা তাঁর রুটিন। প্রতিদিন সে কারণেই শারীরিক ব্যায়ামের পরামর্শ দিয়েছেন তিনি। আর সমালোচনায় কান না দিয়ে তাঁর মতো করে নিজের শর্তে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন, বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে হল হুমা কুরেশিকে! তারপর…?