Katrina-Vicky Wedding: ভিক্যাটের বিয়েতে লেগেছিল জোর ঝগড়া, হয়েছিল চেঁচামেচি, কিন্তু কেন?

Katrina-Vicky Wedding: ২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন।

Katrina-Vicky Wedding: ভিক্যাটের বিয়েতে লেগেছিল জোর ঝগড়া, হয়েছিল চেঁচামেচি, কিন্তু কেন?
ভিক্যাট।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 9:30 PM

গত বছর ডিসেম্বরে রাজস্থানের রাজপ্রাসাদে বিয়ে করেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাঁদের ভালবাসর বিয়ে। দীর্ঘ দিন প্রণয়ের পর এক হয়েছিলেন তাঁরা। কিন্তু জানেন কি ভিক্যাটের বিয়েতেও লেগেছিল জোর ঝগড়া। রীতিমতো হয়েছিল মারামারি। নেপথ্যে ছিল কোন কারণ? কপিল শর্মা শো-য়ে এসে তা ফাঁস করেছেন ক্যাটরিনা নিজেই।

জানিয়েছিলেন বিয়ের মন্ডপে বসেছিলেন তিনি। আচমকাই পেছনে মারাত্মক চিৎকার শুনতে পান তিনি। শুনতে পান হইহল্লা। তাঁর কথায়, “হঠাৎ করেই দেখি জোর ঝগড়া হচ্ছে, দেখি সবাই জুতো নিজেদের দিকে টানছে। একদিকে আমার বোনেরা, অন্যদিকে ভিকির বন্ধুরা।” আসলে বিয়ের ‘জুতো চুরির’ রীতি পালন করতে গিয়েই ঝগড়ার সূত্রপাত। কনে ও বর পক্ষে– কেউই কাউকে ছাড়বার পাত্র নয়। কে জিতেছিলে শেষমেশ? ক্যাটরিনা জানিয়েছেন, তা তিনি জানেন না। নিজের বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে ওদিকে তাকানোর মতো ইচ্ছে বা সময় কিছুই তাঁর ছিল না।

২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না। গত ডিসেম্বরেই বিয়ে করেছেন তাঁরা। সদ্য একসঙ্গে পালন করেছেন প্রথম করওয়া চৌথ। উপোস করেছিলেন ক্যাটরিনা, ভিকির মঙ্গল কামনায়। স্ত্রী না খেয়ে রয়েছেন, ভিকি কী করে না খেয়ে থাকতে পারেন? উপোস করেছিলেন তিনিও।