Tolly Gossip: নিজেকে পাল্টে ফেললেন কৌশাম্বী! ভক্তদের রাগ, ‘আদৃত দাদা জানতে পারলে…’

Tolly Gossip: এভাবে কৌশাম্বী চক্রবর্তী নিজেকে বদলে ফেলবেন সে ধারণা করতেই পারেননি ভক্তরা। তবে সেটাই হয়েছে। আর তাতেই মন খারাপ কৌশাম্বী ভক্তদের। তাঁদের অনুযোগ, "এটা ঠিক করোনি তুমি। আদৃত দাদা যদি জানতে পারে তবে?" ঠিক কী করেছেন কৌশাম্বী, যা নিয়ে এত আলোচনা?

Tolly Gossip: নিজেকে পাল্টে ফেললেন কৌশাম্বী! ভক্তদের রাগ, আদৃত দাদা জানতে পারলে...
কৌশাম্বী চক্রবর্তী।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 18, 2023 | 7:27 PM

এভাবে কৌশাম্বী চক্রবর্তী নিজেকে বদলে ফেলবেন সে ধারণা করতেই পারেননি ভক্তরা। তবে সেটাই হয়েছে। আর তাতেই মন খারাপ কৌশাম্বী ভক্তদের। তাঁদের অনুযোগ, “এটা ঠিক করোনি তুমি। আদৃত দাদা যদি জানতে পারে তবে?” ঠিক কী করেছেন কৌশাম্বী, যা নিয়ে এত আলোচনা? ঘন কালো চুল কেটে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। ছোট চুলের ছবি দিয়ে তিনি লিখেছেন, “কেটে ফেলেছি। আর তা করে ভীষণ ভাল লাগছে।” এর পরেই ভক্তদের মন্তব্য, “এভাবে চুল কেটে ফেললে দিদি? আদৃত দাদার কিন্তু বড় চুলই পছন্দ। সে রিয়েল হোক অথবা রিল। মিঠাইদিদিও চুল কেটে ফেলেছে। এখন তুমিও।” তবে দিনের শেষে নিজের এই লুক নিয়ে খুশি কৌশাম্বী। আর সেটাই হল আসল কথা।

নতুন লুকে কৌশাম্বীকে কে আপনার কেমন লাগল? ‘মিঠাই’ শেষ হওয়ার পর ‘ফুলকি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাঁর প্রেমের চর্চা ওদিকে চলে যাচ্ছে অনবরত। স্বীকার না করেও আদৃত রায়ের সঙ্গে প্রেম নিয়ে অস্ফুটে অনেক কিছুই বলে দিয়েছেন অভিনেত্রী। তিনি ও আদৃতের সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। যদিও প্রেম নিয়ে বরাবরই চুপই থেকেছেন আদৃত।

সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে তাঁর প্রেম ভাঙার পর টিভিনাইন বাংলাকে তিনি বলেছিলেন, “আজ পর্যন্ত আমি আমার কোনও সাক্ষাৎকারে বলিনি যে আমি প্রেম করছি। তারা নিজেদের ইচ্ছায় লিখেছে যা লেখার। আমি কখনও বলিনি আমি বিয়ে করছি। নিজেদের ইচ্ছায় আমাকে বিয়ে দিচ্ছিল। আমি কখনও বলিনি আমার বিয়ে ভেঙেছে। তারাই আমার বিয়ে ভেঙে দিয়েছে। আমি এই বিষয়গুলো নিয়ে আগ্রহীই নই। যার যেমন ইচ্ছে, লিখতেই পারে। আমার একটাই জিনিস খারাপ লাগে, একজায়গায় লিখেছে আদৃতের ব্যক্তিগত জীবন ভেঙে চুরমার। যা দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি সম্পূর্ণ ভাল আছি।” এরই কিছু সময় পর কৌশাম্বীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন রটে। যা এখন আর গুঞ্জন নেই, সে প্রমাণ তো কবেই পেয়েছে তাঁদের অনুরাগীরা।