Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: ‘প্রেমের কথা বাড়িতে জানে?’, প্রশ্ন শুনেই লজ্জায় লাল, কী উত্তর কৌশাম্বীর?

Tollywood Gossip: গুঞ্জন আর গুঞ্জন নেই। আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী যে সম্পর্কে রয়েছেন এ ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। প্রেম করছেন তাঁরা, তাও বহুদিন। এবার এক রিয়ালিটি শো-য়ে কৌশাম্বী হাজির হতে, তাঁর প্রেম নিয়ে মজা করা ছাড়লেন না খোদ রচনা বন্দ্যোপাধ্যায়ও।

Tollywood Gossip: 'প্রেমের কথা বাড়িতে জানে?', প্রশ্ন শুনেই লজ্জায় লাল, কী উত্তর কৌশাম্বীর?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 2:40 PM

গুঞ্জন আর গুঞ্জন নেই। আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী যে সম্পর্কে রয়েছেন এ ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। প্রেম করছেন তাঁরা, তাও বহুদিন। এবার এক রিয়ালিটি শো-য়ে কৌশাম্বী হাজির হতে, তাঁর প্রেম নিয়ে মজা করা ছাড়লেন না খোদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। ধারাবাহিকে আদৃতকে ‘মিঠাই’ উচ্ছেবাবু বলে ডাকে, সেই প্রসঙ্গই কার্যত টেনে এনে সরাসরি আদৃতের নাম না নিয়ে রচনা কৌশাম্বীকে জিজ্ঞাসা করেন, “আমার করোলা খেতে ভালো লাগে, তোমার কি উচ্ছে খেতে ভালো লাগে?” প্রথমটায় হকচকিয়ে গেলেও পরমুহূর্তেই নিজেকে সামলেন নেন কৌশাম্বী। জানিয়ে দেন, হ্যাঁ, তাঁরও উচ্ছে বেজায় পছন্দের। এরপরেই বোমা ফাটান রচনা। প্রেমের কথা, সম্পর্কের কথা বাড়িতে জানেন কিনা তা সরাসরি জিজ্ঞাসা করেন কৌশাম্বীকে। কৌশাম্বীও আর ইতস্তত করেননি। তিনিও উত্তর দেন, “ডিসিশন নিতে অনেক ক্ষেত্রে বেশ সময় লেগে যায়। আমারও লেগেছে। আগেও ডিসিশন নিয়েছি। তবে আশা করছি আগামীতে যা হবে ভালোই হবে।” সঙ্গে এও জানান, তাঁদের সম্পর্ক নিয়ে খুশি বাবা-মাও।

২০২১ সালে ‘উচ্ছেবাবু’ আদৃত রায়ের প্রেমের কথা ফাঁস হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে। জানা গিয়েছিল সুপ্রিয়া মন্ডলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। বিয়ে হওয়ারও কথা ছিল ওই বছরই। কিন্তু বিয়ে হয়নি। ভাঙে প্রেম। যদিও আদৃত প্রেম-ভাঙা বা প্রেম গড়া কিছু নিয়েই মন্তব্য করতে চাননি। সে সময় টিভিনাইন বাংলাকে তিনি বলেন, “আজ পর্যন্ত আমি আমার কোনও সাক্ষাৎকারে বলিনি যে আমি প্রেম করছি। তারা নিজেদের ইচ্ছায় লিখেছে যা লেখার। আমি কখনও বলিনি আমি বিয়ে করছি। নিজেদের ইচ্ছায় আমাকে বিয়ে দিচ্ছিল। আমি কখনও বলিনি আমার বিয়ে ভেঙেছে। তারাই আমার বিয়ে ভেঙে দিয়েছে। আমি এই বিষয়গুলো নিয়ে আগ্রহীই নই। যার যেমন ইচ্ছে, লিখতেই পারে। আমার একটাই জিনিস খারাপ লাগে, একজায়গায় লিখেছে আদৃতের ব্যক্তিগত জীবন ভেঙে চুরমার। যা দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি সম্পূর্ণ ভাল আছি।” এরই কিছু মাস পর জানা যায়, কৌশাম্বীর সঙ্গে সম্পর্কে তিনি। তার পর থেকে কৌশাম্বীকে কম অপমান সহ্য করতে হয়নি। ‘ঘরভাঙানি’ অপবাদও জুটেছে তাঁর কপালে। যদিও তাঁদের প্রেমের তরী থেমে থাকেনি। কথাতেই তো বলে, ‘যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া”।