Tollywood Gossip: অন্যের প্রেমিক ছিনিয়ে নেওয়ার অভিযোগ, পাল্টা জবাব কৌশাম্বীর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 15, 2023 | 11:55 AM

Tollywood Gossip: টলিপাড়ায় জোর গুঞ্জন। আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর নাকি বিয়ে। যত বিয়ের গুঞ্জন তীব্র হয়ে উঠছে তত নেটিজেনদের নিশানায় অভিনেত্রী কৌশাম্বী।

Tollywood Gossip: অন্যের প্রেমিক ছিনিয়ে নেওয়ার অভিযোগ, পাল্টা জবাব কৌশাম্বীর
পাল্টা জবাব কৌশাম্বীর

Follow Us

 

টলিপাড়ায় জোর গুঞ্জন। আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর নাকি বিয়ে। যত বিয়ের গুঞ্জন তীব্র হয়ে উঠছে তত নেটিজেনদের নিশানায় অভিনেত্রী কৌশাম্বী। কেউ বলছেন, অন্যের প্রেমিক ছিনিয়ে নিয়েই ঘর বাঁধার স্বপ্ন দেখছেন নায়িকা। আবার কেউ বা তাঁকে করছেন ছিছিক্কার।চুপ ছিলেন এতদিন। তবে এবার ট্রোলের জবাব দিলেন তিনি। সামজিক মাধ্যমে ওই অভিযোগ উঠতেই তিনি লেখেন, “আমি যদিও তোমার কথার উত্তর দিতে বাধ্য নই, তবু দিচ্ছি। কে কার বয়ফ্রেন্ড ছিনিয়ে নিয়েছে একটু বলুন তো? কীসের ভিত্তিতে এই ধরনের কথা বলেন আপনারা? হ্যাঁ, আমি কিছু মানুষের অসুস্থ মন্তব্য মুছে দিই কারণ নেতিবাচক কিছু আশেপাশে রাখতে চাই।” তিনি যোগ করেন, “সুবুদ্ধি হোক, হতাশা কমুক। ভাল থাকুন। আর সবচেয়ে বড় কথা, দ্রুত সুস্থ হয়ে উঠুন।” কেন এত ক্ষোভ তাঁর প্রতি?

২০২১ সালে ‘উচ্ছেবাবু’ আদৃত রায়ের প্রেমের কথা ফাঁস হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে। জানা গিয়েছিল সুপ্রিয়া মন্ডলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। বিয়ে হওয়ারও কথা ছিল ওই বছরই। কিন্তু বিয়ে হয়নি। ভাঙে প্রেম। যদিও আদৃত প্রেম-ভাঙা বা প্রেম গড়া কিছু নিয়েই মন্তব্য করতে চাননি। সে সময় টিভিনাইন বাংলাকে তিনি বলেন, “আজ পর্যন্ত আমি আমার কোনও সাক্ষাৎকারে বলিনি যে আমি প্রেম করছি। তারা নিজেদের ইচ্ছায় লিখেছে যা লেখার। আমি কখনও বলিনি আমি বিয়ে করছি। নিজেদের ইচ্ছায় আমাকে বিয়ে দিচ্ছিল। আমি কখনও বলিনি আমার বিয়ে ভেঙেছে। তারাই আমার বিয়ে ভেঙে দিয়েছে। আমি এই বিষয়গুলো নিয়ে আগ্রহীই নই। যার যেমন ইচ্ছে, লিখতেই পারে। আমার একটাই জিনিস খারাপ লাগে, একজায়গায় লিখেছে আদৃতের ব্যক্তিগত জীবন ভেঙে চুরমার। যা দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি সম্পূর্ণ ভাল আছি।” যদিও এর কিছুদিনের মধ্যেই রটে সহঅভিনেতা কৌশাম্বীর সঙ্গে তাঁর প্রেম জমে ক্ষীর। নেটিজেনদের রাগ গিয়ে পড়ে কৌশাম্বীর উপর। শুরু হয় তুলোধনা। এতদিন তা সহ্য করলেও এবার মুখ খুললেন তিনি। ছুড়ে দিলেন পাল্টা প্রশ্ন।

Next Article