Leopard Attack: সিরিয়ালের সেটে আচমকাই চিতাবাঘের হানা, দেখুন সেই হাড়হিম করা ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 17, 2023 | 9:08 PM

Leopard Attack: রোজকারের মতো শুটিং চলছিল। ধারাবাহিকের নাম 'আজুনি'। আচমকাই ধারাবাহিকের সেটে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা।

Leopard Attack: সিরিয়ালের সেটে আচমকাই চিতাবাঘের হানা, দেখুন সেই হাড়হিম করা ভিডিয়ো
দেখুন সেই হাড়হিম করা ভিডিয়ো

Follow Us

 

রোজকারের মতো শুটিং চলছিল। ধারাবাহিকের নাম ‘আজুনি’। আচমকাই ধারাবাহিকের সেটে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেটে হঠাৎই হানা দেয় এক চিতাবাঘ। চলছিল শুটিং। হাজির ছিলেন প্রায় ২০০ জন। হাজির ছিলেন ধারাবাহিকের নায়ক শোয়েব ইব্রাহিমও যিনি সম্প্রতি বাবা হয়েছেন। চিতা ঢুকে যাওয়ার পরেই শুরু হয় হুড়োহুড়ি, সকলেই ভয় পেয়ে যান।সেটে থাকা এক কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। কুকুরটি জখম হলেও সেটে উপস্থিত আর কারও কোনও ক্ষতি হয়নি। তবে ঘটনার আকস্মিকতায় চমকে যান সকলেই। পরে অবশ্য সেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

দেখুন সেই হাড়হিম করা ভিডিয়ো

 

 

 


প্রসঙ্গত, কিছু দিন আগেই, বাবা হয়েছেন শোয়েব। তাঁর স্ত্রী দীপিকা কক্করও প্রাক্তন অভিনেত্রী। পুত্র সন্তানের জন্ম দেন তাঁরা। গত ২১ জুন সন্তান আসে তাঁদের পরিবারে। ছেলের নাম রেখেছেন রুহান। কিছু দিন আগেই ওই ধারাবাহিক ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন ইব্রাহিম। তিনি জানিয়েছিলেন, এই সময় পরিবারকে সময় দিতে চান তিনি। যদিও প্রযোজকদের অনুরোধে শেষমুহূর্তে সিদ্ধান্ত বদলান তিনি। বেশ কিছু শর্তের বিনিময়ে রাজি হন।

Next Article