Bengali TRP Chart: শেষ হতে চলেছে ক্রিকেটের বিশ্বকাপ; ধীরে-ধীরে টিআরপি বাড়ছে বাংলা ধারাবাহিকের

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 17, 2023 | 2:52 PM

Bengali Serial-Trp: জ়ি বাংলা চ্যানেলের ধারাবাহিক 'নিম ফুলের মধু' এবং 'কার কাছে কই মনের কথা' এবার প্রথম স্থানে। টানা ১১ মাস ধরে টিআরপি তালিকায় এক নম্বরে থাকা 'অনুরাগের ছোঁয়া'-এ মন ভরছে না দর্শকের। তাঁদের এখন পছন্দ পর্ণা এবং শিমুরের লড়াই। মিশকার শয়তানি থেকে মন উঠে গিয়েছে তাঁদের।

Bengali TRP Chart: শেষ হতে চলেছে ক্রিকেটের বিশ্বকাপ; ধীরে-ধীরে টিআরপি বাড়ছে বাংলা ধারাবাহিকের
'কার কাছে কই মনের কথা'।

Follow Us

বাংলা সিরিয়ালের টিআরপি নিয়ে মাথাব্যথা আছেই। যতই শিল্পী এবং কলাকুশলীরা বলুন না কেন, টিআরপির ওঠানামা তাঁদের পীড়া দেয় না। কিন্তু ঘটনা এটাই যে, টিআরপিতে ভাল জায়গা দখল করতে না পারলে ধুপধাপ ঝাপ ফেলে দেওয়া হয় ধারাবাহিকগুলির। ২-৪ মাস চলার পরই বন্ধ হয় ধারাবাহিক। আজ সপ্তাহের সেইদিন–রিপোর্ট কার্ড বেরিয়েছেন বাংলা সিরিয়ালের টিআরপির। এবং লক্ষ্য করা যাচ্ছে, সংখ্যা বেড়েছে ধারাবাহিকগুলির। প্রথম স্থানে এই দুটি ধারাবাহিক।

জ়ি বাংলা চ্যানেলের ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এবং ‘কার কাছে কই মনের কথা’ এবার প্রথম স্থানে। টানা ১১ মাস ধরে টিআরপি তালিকায় এক নম্বরে থাকা ‘অনুরাগের ছোঁয়া’-এ মন ভরছে না দর্শকের। তাঁদের এখন পছন্দ পর্ণা এবং শিমুরের লড়াই। মিশকার শয়তানি থেকে মন উঠে গিয়েছে তাঁদের।

দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক ‘ফুলকি’। কৃষ্ণভক্ত ফুলকির গল্প দর্শকের ভাল লাগছে এই ক্রিকেট বিশ্বকাপের মরশুমেও। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে জয়দ্ধাত্রী। চতুর্থ স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।

‘অনুরাগের ছোঁয়া’তে অভিনয় করতে এসেছেন বড় পর্দার তারকা অর্জুন চক্রবর্তী। দীপার সঙ্গে নাকি তাঁর রসায়ন শুরু হবে। সূর্য এবং দীপার সংসার ভেঙেছে। ‘গানের ওপারে’র গোরা (অর্জুনের অভিনয়ে আত্মপ্রকাশ ‘গানের ওপারে’ সিরিয়ালে) কি ‘অনুরাগের ছোঁয়া’কে ফিরিয়ে দিতে পারবে হারিয়ে যাওয়া শীর্ষস্থান? বলবে আগামী সপ্তাহের টিআরপি।

Next Article