Bengal TRP: ভট্টাচার্য বাড়ির মেয়েদের লড়াই-ই পছন্দ দর্শকের, তবে ক্রমে হারিয়ে যাচ্ছে ‘মিঠাই’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 15, 2022 | 2:22 PM

TRP Topper: তবে এবার জায়গা হারায়নি গত সপ্তাহের প্রথম স্থানাধিকারী 'গাঁটছড়া'। বরং বাড়িয়েছে নম্বর।

Bengal TRP: ভট্টাচার্য বাড়ির মেয়েদের লড়াই-ই পছন্দ দর্শকের, তবে ক্রমে হারিয়ে যাচ্ছে মিঠাই
'গাঁটছড়া'...

Follow Us

রিপোর্ট কার্ড এসে গিয়েছে। জানা গিয়েছে, কোন ধারাবাহিক হয়েছে বেঙ্গল টপার। কে হারিয়েছে জায়গা। তবে এবার জায়গা হারায়নি গত সপ্তাহের প্রথম স্থানাধিকারী ‘গাঁটছড়া’। বরং বাড়িয়েছে নম্বর। ৮.২ থেকে নম্বর বেড়ে হয়েছে ৮.৪। গত সপ্তাহে ফ্যাশন শো দেখিয়ে অনেকটা নম্বর তুলে নিয়েছিল এই সিরিয়াল। এবার দ্যুতির জীবন ও খড়ির লড়াই আরও বড় চ্যালেঞ্জের মুখে। ভট্টাচার্য বাড়ির মেয়েদের লড়াই নম্বর বাড়াল ধারাবাহিকের। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও স্টার জলসার দুটি ধারাবাহিক। ‘আলতা ফড়িং’ দ্বিতীয় স্থানে। ৭.৪ থেকে নম্বর বেড়ে হয়েছে ৭.৮। তৃতীয় স্থানে ‘ধুলোকণা’।  নম্বর বেড়েছে অনেকটাই। ৭.১ থেকে বেড়ে হয়েছে ৭.৬। একদিকে ব্যাঙ্কবাবুকে নির্দোষ প্রমাণ করতে ফড়িংয়ের লড়াই তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করছেন দর্শক। অন্যদিকে চড়ুই জড়িয়েছে মধুচক্রে। ‘ধুলোকণা’ ধারাবাহিকেও চলছে টানটান পর্ব।

গত সপ্তাহের তুলনায় জায়গা হারিয়েছে ‘গৌরী এলো’। দ্বিতীয় স্থান থেকে নেমেছে চতুর্থ স্থানে। ৮.০ থেকে নম্বর কমে হয়েছে ৭.৩। সর্বদা চর্চায় থাকা ও টিআরপি কাঁপানো ‘মিঠাই’ রয়েছে পশ্চম স্থানে। নম্বর কমেছে ‘মিঠাই’-এরও। ৭.২ থেকে কমে হয়েছে ৬.৬। টানটান উত্তেজনা, বিয়ের সিকোয়েন্স থাকা সত্ত্বেও নম্বর কমেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর। ৬.৮ থেকে কমে হয়েছে ৬.৩। যদিও দর্শকের মধ্যে ধারাবাহিক নিয়ে জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এক চুলও। দর্শকের আগ্রহের জায়গায় আছে একটি প্রশ্ন, লক্ষ্মী কাকিমাকে কি গ্রেফতার করবে পুলিশ, নাকি বুদ্ধি দিয়ে নিজেকে ও পরিবারকে বাঁচাতে পারবে লক্ষ্মী। এর উত্তর সম্ভবত মিলবে আজকের (১৫.০৯.২০২২) এপিসোডেই।

Next Article