Aparajita Adhya: ঠাকুমা হওয়ার বয়সে মা হতে চলেছেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য, গর্ভে সন্তান এসেছে…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 15, 2022 | 8:50 PM

Lokkhi Kakima Superstar: বিষয়টি অনেকটাই হিন্দি ছবি 'বাধাই হো'-এর মতো। আঢপৌঢ়ে শাশুড়ির গর্ভের নাকি সন্তান...

Aparajita Adhya: ঠাকুমা হওয়ার বয়সে মা হতে চলেছেন লক্ষ্মীকাকিমা অপরাজিতা আঢ্য, গর্ভে সন্তান এসেছে...

Follow Us

স্নেহা সেনগুপ্ত

ঠিক যেন ‘বাধাই হো’-এর গল্প। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই হিন্দি ছবিতে বিবাহিত ছেলেমেয়ের আটপৌঢ়ে মায়ের ফের গর্ভে সন্তানধারণের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছিল। বার্ধক্য ছুঁতে চলা গৃহকর্ত্রীর কোলে আসন্ন সন্তান… সমাজ ছিঃ ছিঃ করেছিল সেই ছবিতে। অভিনেত্রী নীনা গুপ্তা অভিনয় করেছিলেন সেই আটপৌঢ়ে মায়ের চরিত্রে। দর্শকের মন ছুঁয়েছিলেন তিনি। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন গজরাজ রাও। বড় ছেলে আয়ুষ্মান খুরানা। পুত্রবধূ সানয়া মালহোত্রা। অনেকটা সেই ধাঁচেই তৈরি হচ্ছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালের পরবর্তী প্লট। আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই কী হতে চলেছে?

আজ্ঞে, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা আঢ্য প্রেগন্যান্ট। তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন। গল্প সেই ভাবেই এগোচ্ছে। কোলে ফুটফুটে সন্তান আসবে ‘লক্ষ্মী’ অপরাজিতার। কাকিমা ফের মা হবেন। বাবা হবেন দেবুদা, অর্থাৎ অভিনেতা দেবশঙ্কর হালদার। মিল আছে না ‘বাধাই দো’-এর সঙ্গে?

ইন্ডাস্ট্রি সূত্র জানাচ্ছে, প্রোমো তৈরি হয়ে গিয়েছে সিরিয়ালের। সেখানে দেখা যাবে লক্ষ্মীর ঘর আলো করে তারই গর্ভে আসছে সন্তান। তা হলে লক্ষ্মীর ছেলে দেবার সন্তানের কী হবে? দেবার স্ত্রী সোনাও তো অন্তঃসত্ত্বা?

শাশুড়ি-বউমা নাকি একই সঙ্গে অন্তঃসত্ত্বা! টলিউড সূত্র বলছে, লক্ষ্মীর বউমা সোনার গর্ভের সন্তান নষ্ট হবে। এবং পরিবর্তে লক্ষ্মী হবেন অন্তঃসত্ত্বা। সিরিয়ালে এ যেন এক নয়া মোড়।

সম্প্রতি বারুইপুরের ‘খাই খাই পাইস হোটেল’-এ লক্ষ্মী ভান্ডার থেকে টাটকা সবজি, আনাচপাতি ভ্যান রিকশায় টেনে নিয়ে গিয়েছে লক্ষ্মী কাকিমা স্বয়ং। আসন্ন এপিসোডে সেখানে গিয়ে সে দেখতে পাবে তার স্বামী দেবুর সঙ্গে বসে জন্মদিনের ভোজ খাচ্ছে বিনুনি। চোখাচোখি হবে লক্ষ্মীর সঙ্গে তাদের। বিনুনিকে সে দু’চোক্ষে সহ্য করতে পারে না। স্বামীর ধারেকাছে ঘেঁষতেও দিতে চায় না। কিন্তু স্বামীও সরল মনের মানুষ। সকলের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে সে। নারী মনের জটিলতা বোঝা তার কম্ম নয়। সে কবি। ইন্ডাস্ট্রি সূত্র বলছে, পরবর্তী এপিসোডে নাকি বিনুনিকেও অন্যত্র বিয়ে দিয়ে দেবে লক্ষ্মী কাকিমা।

মোদ্দা কথা, জমজমাটি প্লট আসতে চলেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ… দর্শক কতখানি উপভোগ করবে, এখন সেটাই দেখার বিষয়।

Next Article