Madhabi Mukherjee: ‘সোনায় সোহাগা’! প্রিয় বান্ধবী সাবিত্রীর সঙ্গে কাজ মাধবীর; তিন বছর পর ছোটপর্দায় প্রত্যাবর্তন চারুলতার…

Sabitri Chatterjee: করোনা অতিমারির কারণে তিন বছর বাড়িতেই ছিলেন মাধবী। মেয়ে তাঁকে শুটিং করতে দেননি। তিনি নিজেও ভয় পাচ্ছিলেন খুব।

Madhabi Mukherjee: সোনায় সোহাগা! প্রিয় বান্ধবী সাবিত্রীর সঙ্গে কাজ মাধবীর; তিন বছর পর ছোটপর্দায় প্রত্যাবর্তন চারুলতার...

| Edited By: Sneha Sengupta

Dec 20, 2022 | 1:53 PM

এক সময় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাতে হাত ধরে অভিনয় করেছেন একসঙ্গে। সেই যুগ ছিল অন্য। অনেক স্মৃতি তৈরি হয়েছে সেই যুগে। সেই বন্ধুত্ব অমলিন। সেই দুই সই ফের এক হলেন – অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এক হলেন একটি আসন্ন ধারাবাহিকের সুবাদে। তাঁদের ফের পর্দায় দেখা যাবে নতুন রূপে। নতুন চরিত্রে। ধারাবাহিকের নাম ‘সোনায় সোহাগা’।

করোনা অতিমারির কারণে তিন বছর বাড়িতেই ছিলেন মাধবী। মেয়ে তাঁকে শুটিং করতে দেননি। ফোনের ওপারে মাধবী TV9 বাংলাকে বললেন, “আমরা অনেককে হারিয়েছি এই সময়টায়। মনে ভয় ছিলই। মেয়েরও অনুমতি ছিল না। ও আমাকে অ্যালাউ করত না শুটিং করতে। আমার ভালর জন্যই আটকেছে। এখন পরিস্থিতি খানিক স্বাভাবিক। তাই কাজে ফিরছি। আমি দারুণ খুশি। ফের শুটিং করব।”

আরও একটা বাড়তি পাওনা আছে মাধবীর। ‘সোনায় সোহাগা’ সিরিয়ালে অভিনয় করছেন তাঁর বাল্যবেলার বান্ধবী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। প্রিয় সাবুর সঙ্গে কাজে ফিরছেন, এটা যেন বাড়তি পাওয়া মাধবীর কাছে। তিনি বলেছেন, “সাবিত্রী তো কেবল আমার সহকর্মী নয়, ও আমার অনেকদিনের বান্ধবী। ওকে আমি খুব ভালবাসি। একসঙ্গে কাজ করব ভেবেই আনন্দ হচ্ছে খুব। কত পুরনো কথা মনে পড়বে আমাদের।”

‘সোনায় সোহাগা’ সিরিয়ালটির লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। ‘ধুলোকণা’ শেষ হওয়ার পর TV9 বাংলাকে লীনা জানিয়েছিলেন, একটা গল্প শেষ হলে অন্য একটি গল্প শুরু হয়। সেই নতুন গল্পের কাজেই মন দিয়েছেন তিনি। এটিই সেই নতুন সিরিয়াল। যে সিরিয়ালে অভিনয় করছেন সাবিত্রী, মাধবী, ‘ধুলোকণা’র ‘লালন’ ইন্দ্রাশিস রায় এবং ‘খড়কুটো’র গুনগুন তৃণা সাহা এবং ‘সৌজন্য’ কৌশিক রায়। লীনার গল্পেই ফিরছেন মাধবী। বলেছেন, “সাবিত্রী যেমন আমার পর্দায় ফেরার একটা আনন্দ, তেমনই আর এক আনন্দের নাম লীনা গঙ্গোপাধ্যায়। ও দারুণ। ওর লেখা দারুণ। দারুণ সুন্দর গল্প সাজায়। আর সবচেয়ে বড় বিষয় ওদের ইউনিক একটা পরিবারের মতো। সেই মোহ ত্যাগ করা কঠিন।”

ইদানিং মাধবীর শরীরটা ভাল নেই। তাও জানালেন অভিনেত্রী। গলব্লাডারে স্টোন হয়েছে তাঁর। অস্ত্রোপচার করতে হবে। দু’তিন দিনের ব্যাপার। কিছুদিনের মধ্যেই শুরু হবে সোনায় সোহাগার শুটিং।