
বাইরে বৃষ্টি। ছেলে কেশবকে কোলে নিয়ে গান গাইছেন অভিনেত্রী (Actress) মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। মা-ছেলের এমনই একান্ত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় সদ্য শেয়ার করেছেন অভিনেত্রী।
মধুবনী লিখেছেন, কেশব তাঁর গান শুনতে নাকি ভালবাসে। সত্যিই, ছোট্ট কেশব পুরো সময়টাতেই মায়ের মুখের দিকে তাকিয়ে ছিল। কেশবকে অভিনেত্রী মেয়েদের জামা পরিয়ে দিয়েছেন, তাও লিখেছেন ক্যাপশনেই।
কয়েক মাস আগে মা হয়েছেন মধুবনী। কেশবই এখন রয়েছে তাঁর জীবন জুড়ে। দিনের বেশিরভাগ সময়টাই কাটছে ছেলেকে নিয়ে। তবে অনুরাগীদেরও তিনি বঞ্চিত করছেন না। মাঝেমধ্যেই ছেলের ছবি শেয়ার করছেন সোশ্যাল ওয়ালে। তবে এখনও পর্যন্ত ছেলের মুখ দেখা যায়নি কোনও ছবিতে। মধুবনী এবং তাঁর স্বামী রাজা দুজনেই কৃষ্ণ ভক্ত। ছেলে কেশবের নামেও সেই ছোঁয়া রয়েছে।
প্যানডেমিক পরিস্থিতিতে অত্যন্ত সাবধানে কেশবকে রাখছেন দম্পতি। একই সঙ্গে নিজেদেরও সাবধান থাকতে হচ্ছে। লকডাউনের কারণে এখন শুটিং বন্ধ। তবে তার আগে রাজা শুটিং করছিলেন। তাই আরও সাবধানী হতে হয়েছে তাঁদের। তবে এখন শুটিং বন্ধ থাকার কারণে দিনভর ছেলের সঙ্গে কাটাতে পারছেন রাজা।
আরও পড়ুন, ‘এখন আমি বেকার’, প্রকাশ্যে স্বীকার করলেন ফতিমা সানা শেখ
‘ভালবাসা ডট কম’ নামের ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রাজা এবং মধুবনী। এরপর একে একে ‘চিরদিনই আমি যে তোমার’, ‘কোজাগরী’, ‘সত্যমেব জয়তে’-র মতো ধারাবাহিকে কাজ করেন রাজা। এখন তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। কেশব একটু বড় হয়ে গেলে ফের কাজে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।
আরও পড়ুন, একই ছবিতে অভিনয়, অথচ স্ক্রিন শেয়ার করেননি বলিউডের কোন কোন জুটি?