Tollywood Inside: সেই পুরনো প্রেম আবার এল ফিরে, মধুমিতা বললেন, ‘… দুঃখ বুঝেছে’

Tollywood Inside: ২০১৩-এর ৪ নভেম্বর-- টেলিভিশন দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল একটি ধারাবাহিক। ধারাবাহিকের নাম 'বোঝে না সে বোঝে না'। মুখ্য চরিত্রে মধুমিতা সরকার ও যশ দাশগুপ্ত।

Tollywood Inside: সেই পুরনো প্রেম আবার এল ফিরে, মধুমিতা বললেন, '... দুঃখ বুঝেছে'
মধুমিতা সরকার।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 6:47 PM

২০১৩-এর ৪ নভেম্বর– টেলিভিশন দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল একটি ধারাবাহিক। ধারাবাহিকের নাম ‘বোঝে না সে বোঝে না’। মুখ্য চরিত্রে মধুমিতা সরকার ও যশ দাশগুপ্ত। অরণ্য ও পাখির জমাটি রসায়নে বুঁদ হয়েছিল গোটা ড্রয়িংরুম। রাতারাতি কলেজ পড়ুয়াদের ক্রাশ হয়ে যান যশ। তাঁর ‘অ্যাংরি ইয়ং ম্যান’ লুকে হিল্লোল উঠেছিল কিশোরী-মনে। পিছিয়ে ছিলেন না মধুমিতাও। তাঁর মিষ্টি হাসি, চঞ্চল চরিত্রে অল্প কয়েকদিনেই হয়ে উঠেছিলেন ‘পাশের বাড়ির মেয়ে’।

২০১৬ সালে সেই ধারাবাহিক শেষ হয়ে গেলেও আজও তা নিয়ে চর্চা জারি। দর্শকদের একই আবদার, ‘পাখি-অরণ্যকে আবার দেখতে চাই’। তাই তাঁদের ইচ্ছের কথা মাথায় রেখেই আবারও পর্দায় সেই চেনা জুটি। সেই পুরনো প্রেম আবারও ফিরে এল। স্টারজলসা চ্যানেলে আজ অর্থাৎ সোমবার থেকে রায় ১১টা থেকে দেখানো হবে এই ধারাবাহিক। উত্তেজনায় ফুটছে পাখি-অরণ্য ভক্তরা। শুধু কি তাঁরা? উত্তেজিত মধুমিতা নিজেও। তাঁর কথায়, “মা প্রথম আমায় জানায় খবরটা। বলে আর তোকে হটস্টারে দেখতে হবে না, স্টার জলসা বুঝে গিয়েছে দুঃখ, টিভিতে আসছে।” গোটা ঘটনায় উত্তেজিত মধুমিতা নিজেও। এ নিয়ে যশের সঙ্গে তাঁর কথা না হলেও, যশও যে খুশি সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত মধুমিতা। ধারাবাহিকের গন্ডিতে আর আটকে নেই নায়িকা। বড় পর্দা ও ওয়েব সিরিজে তিনি চুটিয়ে কাজ করেছেন। তবু প্রথম দিকের কাজ সব সময়েই স্পেশ্যাল। মধুমিতাও যে জানেন সেটা।