রবিবারই ছিল শিশু দিবস। ছোটবেলার স্মৃতি একের পর এক শেয়ার করছিলেন বলিউড-টলিউড তারকারা। তবে মালাইকা অরোরার ইনস্টাগ্রামে দেখা মিলল এক অন্য ভিডিয়োর। মালাইকা মুগ্ধ ফ্যান আচমকাই গাল টিপে দিলেন অভিনেত্রীর। তবে মালাইকা মোটেও রেগে গেলেন না। পাল্টা তিনিও গাল টিপে দিলেন তাঁর।
মালাইকার ফ্যানের বয়স আন্দাজ পাঁচ-ছয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, খুদে ফ্যানেদের সঙ্গে কথা বলছিলেন অভিনেত্রী। আচমকাই ভিড়ের মধ্যে এক খুদে গাল টিপে আদর করেন তাঁকে। মালাইকাও বুকে জড়িয়ে দেন সেই খুদেকে। পাল্টা গালও টিপে দেন তাঁর। গল্পও করেন বেশি খানিক্ষণ।
দীর্ঘ দিন অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মালাইকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে মুখ খুলেছিলেন অর্জুন। তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনও প্রকাশ্যে খুব একটা কথা বলি না। কারণ আমার মনে হয়, সঙ্গীকে সম্মান করা উচিত। এখানে একটা অতীত রয়েছে। আমি এমন দেখেছি, ব্যক্তি জীবন জনসমক্ষে আসার পর তা আর খুব একটা ভাল থাকেনি। শিশুদের উপরও প্রভাব পড়ে। সে জন্য একটা বাউন্ডারি রাখার চেষ্টা করি আমি। মালাইকা যেটাতে স্বচ্ছন্দ, সেটা করার চেষ্টা করি। আর আমার কেরিয়ার তো ব্যক্তি সম্পর্কের উপর নির্ভরশীল নয়। ফলে সময় দিচ্ছি আমরা। স্পেস দিচ্ছি। আর সম্মানের সঙ্গে একটা বাউন্ডারি তৈরি করে রাখার চেষ্টা করি।”
শোনা যায়, অর্জুনের প্রেমে পরার পরই আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য থেকে বেরিয়ে আসেন মালাইকা। তাঁদের টিনএজার ছেলেও রয়েছে। এই সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ বৃত্তের বাইরে একেবারেই আলোচনা করতে চান না অর্জুন এবং মালাইকা। তাঁদের বিয়ের পরিকল্পনা নিয়ে আগেই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন অর্জুন স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে করলে লুকিয়ে রাখবেন না তিনি।
আরও পড়ুন- Rajkumar Rao Wedding: হাতে শাঁখা-পলা, তাক লাগানো ওড়নায় রাজকুমারকে ‘পরাণ ভরা ভালবাসা’ পত্রলেখার