Manali Dey: মন খারাপের পোস্ট মানালির, কার স্মৃতিতে ভাসলেন পর্দার শিমূল

Manali Dey: এই ধারাবাহিকের শিমূল বর্তমানে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় চরিত্র। প্রতিটা মুহূর্তে শ্বশুরবাড়িতে যে লড়াই তিনি চালাচ্ছেন, তা শত শত পরিবারের গল্প। সেই মানালি বাস্তবে কিন্তু বেশ খোলা মনের মানুষ। শ্বশুর বাড়িতে যাঁর আদর আপ্যায়নের কোনও ত্রুটি থাকে না।

Manali Dey: মন খারাপের পোস্ট মানালির, কার স্মৃতিতে ভাসলেন পর্দার শিমূল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 1:25 PM

মানালি দে, টেলিভিশনের পর্দা থেকে তাঁর যাত্রা শুরু হলেও বড় পর্দায় মাঝেমধ্যেই দেখা যায় অভিনেত্রীকে। মানালি অভিনয় ভালবাসেন, তাই টিভি হোক কিংবা ওটিটি কিংবা বড় পর্দা, মনের মত চরিত্র পেলেই তিনি সেই প্রস্তাব গ্রহণ করে ফেলেন। বর্তমানে ব্যস্ত রয়েছেন জি বাংলার ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’র কাজ নিয়ে। এই ধারাবাহিকের শিমূল বর্তমানে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় চরিত্র। প্রতিটা মুহূর্তে শ্বশুরবাড়িতে যে লড়াই তিনি চালাচ্ছেন, তা শত শত পরিবারের গল্প। সেই মানালি বাস্তবে কিন্তু বেশ খোলা মনের মানুষ। শ্বশুর বাড়িতে যাঁর আদর আপ্যায়নের কোনও ত্রুটি থাকে না।

তবে হঠাৎ কেন মন খারাপ অভিনেত্রীর। কার অভাবে ডুকরে ডুকরে কাঁদে তাঁর মন। তিনি আর কেউ নন, তাঁর মা। রবিবার মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেন মানালি। মায়ের সঙ্গে সমুদ্র সৈকতে তোলা একটি ছবি। আজ তিনি আর নেই, তাই মায়ের জন্মদিনটা আরও বিশেষ করে ভীষণ শূন্য লাগে মানালির। দু-এক লাইনে, মায়ের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন তিনি। সোশ্যাল মিডিয়া যে পোস্ট দেখা মাত্রই ভক্তদেরও মন ভিজলো।

মানালি লিখলেন, ”শুভ জন্মদিন মা… দাদু আর দিদার সাথে জন্মদিন কাটিও…তোমায় রোজ মনে পড়ে…❤️❤️ মাঝেমধ্যে বাপি বলে আমায় নাকি আজকাল তোমার মত দেখতে লাগে। সেটা শুনে খুউব আনন্দ হয়…আমার মধ্যে থেকে যেও সারা জীবন।” সকলেই এই পোস্ট দেখা মাত্র প্রণাম জানালেন মানালির মাকে। অভিনেত্রী বরাবরই নিজের কাজ নিয়ে থাকতে ভালবাসেন। সামনেই পুজো, তাই শেষ মুহূর্তে শুটিং-এর কাজে ব্যস্ত তিনিও। চলছে পুজো ব্যঙ্কিং-এর কাজ। মানালির বর্তমান ধারাবাহিক কার কাছে কই মনের কথা রমরমিয়ে চলছে। যদিও TRP-র তালিকাতে এখনও সেরা স্থানগুলিতে পাকাপাকি জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক।