AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manali Dey: ‘এগিয়ে চলুক তোমার এই পরাধীন জীবন…’, কার উদ্দেশে লিখলেন মানালি?

Relationship: পাশাপাশি চুটিয়ে সংসার করছেন তিনি। দেখতে দেখতে হাজির তাঁর বিবাহবার্ষিকী সোশ্যাল মিডিয়ায় তাই অভিমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে যা লিখলেন তাতে বেজায় মন বললো ভক্তদের।

Manali Dey: 'এগিয়ে চলুক তোমার এই পরাধীন জীবন...', কার উদ্দেশে লিখলেন মানালি?
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 8:38 PM
Share

অভিনেত্রী মানালি দে ও অভিমন্যু মুখোপাধ্যায় একে অপরের সঙ্গে ভালবেসে ঘর বেঁধেছিলেন তাঁরা। মানালির দ্বিতীয় বিয়ে, তবে সম্পর্কের বুনট দেখে বোঝাই যায় এক কথায়, চুটিয়ে প্রেম করছেন তিনি বেশ সুখে রয়েছেন অভিমন্যুর সঙ্গে। ওটিটি থেকে শুরু করে ছবি সিরিয়াল সর্বত্রই রাজত্ব করছেন মানালির। পাশাপাশি চুটিয়ে সংসার করছেন তিনি। দেখতে দেখতে হাজির তাঁর বিবাহবার্ষিকী সোশ্যাল মিডিয়ায় তাই অভিমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে যা লিখলেন তাতে বেজায় মন বললো ভক্তদের। দুষ্টু মিষ্টি খুনসুটিতে মাখামাখি সম্পর্ক নিয়ে মানালি ঠিক কতটা আবেগঘন তারই যেন ঝলক মিলল এই পোস্ট থেকে। খুব সহজ ভাষায় অভিমন্যুর জন্য মানালি লিখলেন, হাড় জ্বালাবো, প্রাণ ভোলাবো, ঝগড়া করবো আবার ভাবও করবো। এইভাবে এগিয়ে চলুক তোমার এই পরাধীন জীবন। বিয়ের দিন বলে কথা, চাট্টিখানি কথা!! ভালোবাসি, ভালোবাসি।

তার এই পোষ্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড়। গায়িকা ইমন থেকে শুরু করে প্রত্যেকেই তাঁকে শুভেচ্ছা জানালেন এই বিশেষ দিনে। মানালি অভিমুন্য কোনও রকম জাঁকজমক ছাড়াই বিয়ে করে ফেলেছিলেন তাঁরা। ভালবেসে ঘর বাঁধা সিদ্ধান্ত নিয়েছিলেন রাতারাতি। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সকলেই একপ্রকার চমকে উঠেছিলেন তবে না হটকারিটায় নেওয়া এই সিদ্ধান্ত নয়। দিন দিন ভালবাসাই বোনা, এই সম্পর্ক আগলে রেখেছেন টলিউডের অন্যতম জুটি।

প্রসঙ্গত মানালি এখন ব্যস্ততার নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা নিয়ে। সেখানেও সত্য বিবাহিত এক বউয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। যার সঙ্গে শাশুড়ির বনিবনা নিয়েই বাড়ছে গল্প। শিমুল চরিত্রে মানালি অনবদ্য অভিনয় করলেও ধারাবাহিক যদিও দর্শক নজরে বেশ কিছুটা সমালোচিত। কারণ একটাই এ যুগে দাঁড়িয়ে এমন পরিবার হয়? বাস্তব জীবন হলে মানালিতে কখনও-ই মানিয়ে নিতেন না এই পরিবারের সঙ্গে। তবে পর্দায় তিনি তার লড়াইটা কি মুখ্য করে দর্শকদের বোঝাতে চান মাথা নত করে নয় কিংবা আপোষ করেও নয়, প্রয়োজনে প্রতিবাদ করে নিজের মতামতটুকু অন্যের সামনে তুলে ধরার ক্ষমতা যেন হারিয়ে না যায়।