আপনি যদি বাংলা ধারাবাহিকের ভক্ত হন তাহলে মানসী সেনগুপ্তকে চেনেন না এ হতেই পারে না। ‘পিলু’ থেকে শুরু করে ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় দর্শক মনে বহুদিন আগেই ঘৃণার উদ্রেক ঘটিয়েছে। এ হেন মানসীই হঠাৎই নিয়ে ফেললেন এক বড় সিদ্ধান্ত। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন ভক্তরা। কী এমন হন তাঁর? কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত নিতে হল নায়িকাকে কিছুতেই ভেবে পাচ্ছেন না তাঁরা? এ দিন অর্থাৎ মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন মানসী। সেই পোস্টে তিনি লিখেছেন, “কিছু ব্যক্তিগত ও পেশাগত কারণে জন্য আমি সামাজিক মাধ্যম থেকে ব্রেক নিচ্ছি। যদি কাজ সংক্রান্ত কোনও দরকার হয় তখন মেল মারফৎ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার টিম আপনাকে উত্তর দেবে। অনেক ধন্যবাদসহ মানসী।” ডিজিটাল যুগে অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে যেখানে ইনস্টা-ফেসবুক যাপনের অন্যতম উপায়, সেখানেই এত বড় এক সিদ্ধান্ত! কিন্তু কেন?
মানসী জানিয়েছেন ব্যক্তিগত জীবনে বেশ কিছু সমস্যার মুখে পড়েছেন তিনি। তাই আপাতত নিজেকে সময় দেওয়ার পালা তাঁর। সামাজিক মাধ্যম থেকে নিজেকে দূরে রাখাই আপাতত শ্রেয় বলে মনে করছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তে ভক্তদের মন খারাপ। যাই হয়ে যাক না কেন, ব্যক্তিগত জীবনে যাই ঝড় উঠুক না কেন, মানসী যেন দ্রুত সেই সব কিছুর মোকাবিলা করতে পারেন, এমনটাই কামনা করেছেন তাঁরা।
মানসী বহুদিন ধরে রয়েছেন ইন্ডাস্ট্রিতে। তাঁর ভক্তসংখ্যাও নেহাত কম নয়। শুধু ভক্তই নয়, তাঁকে ঘৃণাও করেন অনেকে। কারণ একটাই, বেশিরভাগ ধারাবাহিকেই নেতিবাচক চরিত্রে দেখা যায় তাঁকে। সে কারণে অতীতে তাঁকে কটাক্ষেরও সম্মুখীন হতে হয়েছে। আর সেটিকেই সবচেয়ে বড় পুরস্কার হিসেবে ধরে নিয়েছেন মানসী। নিজের চরিত্রকে বিশ্বাসের সঙ্গে ফুটিয়ে তুলেছেন জনমানসে, একজন অভিনেতার কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কী বা হতে পারে?