বদল হয়েছে অনেকটাই, নতুন ‘আমি’র সঙ্গে পরিচয় করালেন স্বস্তিকা

‘কী করে বলব তোমায়’ স্বস্তিকার কেরিয়ারে পাঁচ নম্বর সিরিয়াল। তিনি কখনও নাকি কাউকে নিজের সিরিয়াল দেখার জন্য অনুরোধ করেননি। তবে এই ধারাবাহিকের বিশেষ একটি দৃশ্য দেখার জন্য প্রিয়জনদের এমনকি কর্মক্ষেত্রে বহু সতীর্থকেও অনুরোধ করেছেন।

বদল হয়েছে অনেকটাই, নতুন ‘আমি’র সঙ্গে পরিচয় করালেন স্বস্তিকা
স্বস্তিকা দত্ত।
Follow Us:
| Updated on: Apr 04, 2021 | 12:59 PM

যে ভাবে এতদিন তাঁকে আপনি দেখেছেন, এখন থেকে একটু অন্যভাবে দেখবেন। যে ভাবে এতদিন চিনেছেন, এ বার একটু অন্যভাবে চিনতে পারবেন। তিনি অর্থাৎ অভিনেত্রী (Actress) স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। না! একটু ভুল হল। দেখা বা চেনার বদল হবে ঠিকই। তবে স্বস্তিকা নন। বদল হচ্ছে তাঁর অভিনীত চরিত্র ‘রাধিকা’র। জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এ ‘রাধিকা’ বদলে যাচ্ছেন অনেকটাই।

কেমন এই বদল? স্বস্তিকা জানালেন, চিত্রনাট্য অনুযায়ী, পাঁচ বছর কেটে গিয়েছে। ডিভোর্স ছাড়াও একটা সেপারেশন হয়। ‘কর্ণ’ এবং ‘রাধিকা’র মধ্যে সেই সেপারেশন দেখানো হয়েছে। “এখানে দেখানো হচ্ছে, পাঁচ বছর কালিম্পংয়ে রয়েছি। কর্ণর সঙ্গে দেখা করিনি। স্বভাব একই আছে। কিন্তু অনেক ম্যাচিওর রাধিকা। সে একটা অরফ্যান স্কুলে পড়ায়। একটা বাচ্চাকে পাঁচ বছর ধরে মানুষ করে। রাধিকা নিজেও অনাথ। বাচ্চাটার হার্টে একটা ফুটো আছে। চিকিৎসার জন্য সব কিছু জোগাড় করছে রাধিকা। পাঁচ বছর পরে কর্ণর সঙ্গে বাচ্চাটির দেখা হয়”, বললেন স্বস্তিকা।

‘কী করে বলব তোমায়’ স্বস্তিকার কেরিয়ারে পাঁচ নম্বর সিরিয়াল। তিনি কখনও নাকি কাউকে নিজের সিরিয়াল দেখার জন্য অনুরোধ করেননি। তবে এই ধারাবাহিকের বিশেষ একটি দৃশ্য দেখার জন্য প্রিয়জনদের এমনকি কর্মক্ষেত্রে বহু সতীর্থকেও অনুরোধ করেছেন। কী এমন সেই দৃশ্য?

স্বস্তিকা বললেন, “দৃশ্যটা নর্থ বেঙ্গলের একটা ক্যাফেতে শুট করা হয়েছে। পাঁচ বছর পরে কর্ণ রাধিকা মুখোমুখি বসছে। কোনওদিনও কাউকে সিরিয়াল দেখতে রিকোয়েস্ট করিনি। কিন্তু এই সিনটা দেখার অনুরোধ করেছি অনেককে। আমার ২০০ শতাংশ দিয়েছি। ক্রুশলও ইমনোশনাল হয়ে গিয়েছিল।”

আরও পড়ুন, এক বছর পর মেয়েকে নিয়ে কলকাতা ফিরলেন অঙ্কিতা

সব মিলিয়ে এই ধারাবাহিক নির্মাতাদের কাছে স্বস্তিকার কৃতজ্ঞতার শেষ নেই। তিনি জানালেন, অনেকগুলো শেডে অভিনয়ের সুযোগ দিয়েছে এই ধারাবাহিক। ফের রাধিকার নতুন একটি শেড তিনি দর্শককে উপহার দিতে পারবেন।