AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mika Singh Marriage: কলকাতার প্রান্তিকা নয়, পুরনো বান্ধবীর গলাতেই মালা পরালেন মিকা সিং

Mika Singh Marriage: ছিটকে গেলেন কলকাতার প্রান্তিকা দাস। দৌড়ে হেরে গেলেন নীত মহলও।

Mika Singh Marriage: কলকাতার প্রান্তিকা নয়, পুরনো বান্ধবীর গলাতেই মালা পরালেন মিকা সিং
মিকা ও আকাঙ্ক্ষা।
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 4:55 PM
Share

কে হবে মিকা সিংয়ের স্ত্রী? বিগত এক মাস ধরেই এই নিয়েই চলছিল নানা জল্পনা। অবশেষে এল পরীক্ষার ফল। ছিটকে গেলেন কলকাতার প্রান্তিকা দাস। দৌড়ে হেরে গেলেন নীত মহলও। দশ-বারো বছরের পুরনো বান্ধবী আকাঙ্ক্ষা পুরির গলাতেই মালা পরালেন মিকা সিং। আনুষ্ঠানিক ভাবে বিয়ে না করলেও মাল্যদান থেকে বিয়ের আগের নানা উপাচার এ সবই আকাঙ্খার সঙ্গেই সেরে ফেললেন তিনি।

মিকার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, আপাতত এই শো’য়ের পর কিছুদিন আকাঙ্ক্ষার সঙ্গে সময় কাটাতে চান মিকা। ইতিমধ্যেই আকাঙ্ক্ষার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তাঁদের কাছে আশীর্বাদও চেয়েছেন। কে এই আকাঙ্ক্ষা পুরি? মিকার স্বয়ম্বর সভায় ‘ওয়াইল্ড কার্ড’ হয়ে এসেছিলেন তিনি। এসেই তিনি বলেন, মিকাকে অন্য মহিলার সঙ্গে দেখে বেশ খারাপ লাগত তাঁর। শোনা যায়, তিনি নাকি নিজেই চ্যানেলকে অনুরোধ করেন তাঁকে এই শো’র অংশ করতে। মিকাকে নাকি অনেক আগেই মন দিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু বলে উঠতে পারেননি। এর আগে অভিনেতা পরশ ছাবড়ার প্রেমিকা ছিলেন আকাঙ্ক্ষা। যদিও বিগবস ১৩-তে পরশ অংশ নেওয়ার পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কারণ মাহিরা শর্মার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন পরশ। আকাঙ্ক্ষা নিজেও অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা দশ লক্ষেরও উপর।

মিকা এর আগে জানিয়েছিলেন অতীতে প্রায় ১০০টিরও বেশি বিবাহ প্রস্তাব তিনি খারিজ করে দিয়েছেন। তিনি বলেছিলেন, “ওই হাতে থালা নিয়ে মেয়েরা আসে, আর তাঁদের মুখের উপর বলতে হয় পছন্দ নয়, এ আমার একেবারেই ভাল লাগত না। তাই কোনও মেয়েকে না বলার থেকে আমি নিজেই নিজেকে না বলে দিয়েছিলাম”। অতীতেও রাখি সাওয়ান্ত থেকে রাহুল মহাজন– সয়ম্বরের মাধ্যমে খুঁজে নিয়েছিলেন তাঁদের মনের মানুষ। কিন্তু সেই বিয়ের একটিও সফল হয়নি। বিচ্ছেদ হয়ে গিয়েছে সকলেরই। তাই এ বার নির্মাতারা বিয়ে নয় বরং আংটি বদল অবধিই ব্যাপারটি সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করেছিলেন। সেই মতোই আকাঙ্ক্ষার সঙ্গেই আপাতত নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন মিকা সিং। বিয়ে অবধি কি গড়াবে এই সম্পর্ক? এই প্রশ্নই এখন সকলের মনে।