Mishmee Das: প্রেমিককে সময় দেবেন বলে ছাড়েন সিরিয়াল, সেই সম্পর্কেই বিচ্ছেদ মিশমির

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 12, 2023 | 7:18 PM

Mishmee Das: আপাতত তাঁকে দেখা যাচ্ছে বাংলা সিরিয়াল 'খেলনাবাড়ি'তে। সেখানে খলনায়িকা হয়ে এসেছেন তিনি। পরপর বেশ কিছু ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

Mishmee Das: প্রেমিককে সময় দেবেন বলে ছাড়েন সিরিয়াল, সেই সম্পর্কেই বিচ্ছেদ মিশমির
অভিনেত্রী মিশমি দাস।

Follow Us

প্রেম দিবসের বাকি আর মাত্র দু’দিন। এর আগেই টলিউডে আবারও বিচ্ছেদের খবর। ছোট পর্দায় নায়ক-নায়িকার মধ্যে ঢুকে পড়ে এতদিন ঝামেলা বাঁধিয়েছেন যে খলনায়িকা তাঁর ব্যক্তিগত জীবনেই এবার বিচ্ছেদের কালো মেঘ। ব্রেকআপ হয়েছে অভিনেত্রী মিশমি দাসের। টিভিনাইন বাংলার কাছে এ খবর জানিয়েছেন খোদ অভিনেত্রীই। প্রেমিক বিশাল ভনের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি তিনি। সাময়িক বিরতি নিয়ে গোয়ায় গিয়েছিলেন একসঙ্গে সময় কাটাবেন বলেও। কিন্তু সম্পর্ক সুখের হয়নি। মিশমি জানিয়েছেন, সেই কারণেই গোয়া থেকে ফিরে এসে আপাতত তাঁর ডেস্টিনেশন টলিপাড়াই। কাজ করবেন চুটিয়ে। গত বছর মিশমি গিয়েছিলেন গোয়ায়। সে সময় তাঁর দু’দুটি ধারাবাহিক চলছে। তবে সে সব ছেড়ে পরিবার ও প্রিয়জনকে সময় দিতেই বাইরে চলে যান অভিনেত্রী। যদিও কেন সম্পর্ক ভাঙল তা নিয়ে আলোচনা করতে নারাজ তিনি।

আপাতত তাঁকে দেখা যাচ্ছে বাংলা সিরিয়াল ‘খেলনাবাড়ি’তে। সেখানে খলনায়িকা হয়ে এসেছেন তিনি। পরপর বেশ কিছু ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তা নিয়েও বেশ ক্লান্ত তিনি। তবে কাজের দিক থেকে মোটেও আপস করতে রাজি নন। আশা রাখছেন, আগামী ধারাবাহিকে আবারও ইতিবাচক চরিত্রে ফিরে আসবেন তিনি। প্রসঙ্গত, ২০১৪ সালে ‘রাজযোটক’ সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় হাতেখড়ি হয় মিশমি দাসের। সেই ধারাবাহিক বেশ হিট হয়েছিল। এর পর বিভিন্ন সময়ে নানা চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যে রয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো ধারাবাহিকও। যেখানে তাঁর অভিনীত রিনি চরিত্রটি বেশ সাফল্য লাভ করেছিল একটা সময়। প্রসঙ্গত, তাঁর বিচ্ছেদের খবরে খানিক চিন্তায় ভক্তকুল। যদিও মিশমি এ নিয়ে বিচলিত নন তিনি। কাজ ও পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন নিজের মতো করে।

 

 

Next Article