‘আঁচল’ ধারাবাহিক ‘ভাদু’কে মনে আছে? ডাগর চোখ, লম্বাচুলের সেই মায়াবী মেয়ে ওরফে মিষ্টি সিং এবার বিয়ের পিঁড়িতে। পাত্র কে জানেন? পাত্রের নাম রেমো দাস। ১৪বছরের প্রেমের সম্পর্ক তাঁদের। সেই প্রেমই এবার পেতে চলেছে পূর্ণতা। বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলেই বসবে বিয়ের আসর। মিষ্টি জানিয়েছেন ১৮ মে বিয়ে করবেন তিনি ও রেমো। বিয়ের আগেই থাকছে লম্বা অনুষ্ঠান। গায়ে হলুদ থেকে মেহেন্দি– কী নেই তাতে? তবে বিয়েতে বেনারসি নয়, তাঁর পছন্দ লেহেঙ্গা। একই দিনে হবে বিয়ে ও রিসেপশনের অনুষ্ঠান। বিয়েতে মিষ্টি বেছে নিয়েছেন রাজপুত থিম। ভেটকি থেকে পাঁঠার মাংস, চিকেন… থাকছে এলাহি সব আয়োজন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইন্ডাস্ট্রির সব বন্ধুই নিমন্ত্রিত আমার বিয়েতে। ছোটবেলার প্রেম আমার আর রেমোর। ওর রিয়্যাল এস্টেটের ব্যবসা আছে। বিয়ের দিন লহেঙ্গাই পরব। তবে পরের দিন, যে দিন শ্বশুরবাড়ি যাব সে দিন বেনারসি পরব।” হয়ে গিয়েছে মধুচন্দ্রিমার প্ল্যানও। হনিমুনে তাঁর ইচ্ছে রয়েছে ইউরোপ যাওয়ার। আপাতত শুধু শুভ দিনের অপেক্ষা তাঁর।