Ghorer Bioscope: ‘বোধহয় শ্বাসরোধ হয়ে যাবে…’, গলা ধরে এল মিতা চট্টোপাধ্যায়ের, কী বললেন লিলি চক্রবর্তী?
Ghorer Bioscope: বাংলা ধারাবাহিকে তাঁদের অবদান সকলেরই জানা, তাঁদের এই বিশেষ সম্মাননা প্রদান করে আপ্লুত টিভিনাইন বাংলা।
বাংলা সিরিয়ালের পুরধা ছিলেন তাঁরা। ‘সীমানা ছাড়িয়ে’ থেকে ‘জন্মভূমি’ একের পর এক আইকনিক ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছিলেন অনবরত। এঁদের মধ্যে কেউ এখনও কাজ করে চলেছেন পুরোদমে, কেউ বা হাতড়াচ্ছেন নস্টালজিয়া। এমন পাঁচজন ব্যক্তিকেই সম্মান জানানোর জন্য বেছে নিয়েছিলাম আমরা, TV9 Bangla… এই বিভাগের নাম ছিল Special recognisation Award বা বিশেষ সম্মান।
মিতা চট্টোপাধ্যায়, বাংলা ধারাবাহিক ‘জননী’র পিসিমা তিনি। বয়স ৯০ ছাড়িয়েছে। টলমল পায়ে মঞ্চে উঠলেন তিনি। তাঁকে সম্মাননা জানানোর জন্য হাজির হয়েছিলেন অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় ও মুনমুন সেন। পুরস্কার পেয়ে গলা ধরে এল তাঁর। বললেন, “এই আনন্দের মুহূর্ততে আমার বোধহয় শ্বাসরোধ হয়ে যাবে… এখানে আমি নতুন করে কিছু বলতে পারব, তা আমি ভাবতেও পারছি না। সকলের আনন্দে আমি আপ্লুত হলাম। ‘আনন্দে দেব কল্যাণী, ভূতানি যাতে। আমার মেয়ে মুনমুনের হাত থেকে এই সম্মান আমি পেলাম। খুব ভাল লাগছে, আমার ভাই, আমার ছেলে, আমার নাতি, সব্বাই এসেছে, আমার বুক ভরে গিয়েছে, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।”
আগত অতিথিদেরও তখন চোখে জল। হঠাৎ করেই যেন পনেরো-কুড়ি বছর আগের এক সন্ধেতে বাড়ির ড্রয়িংরুমে ফিরে গেলেন তাঁরা। সম্মাননা জানানো হল আর কিংবদন্তী লিলি চক্রবর্তীকেও। ‘কেদার রাজা’ থেকে শুরু সেই যাত্রা। আজও চলছে… তিনি বললেন, “৬৩ বছর ইন্ডাস্ট্রিতে আছি, আপনাদের এই ভালবাসা পেয়ে আনন্দিত। আপনারা আছেন বলেই আছি। অনেক বয়স হয়ে গিয়েছে, তবু মীতাদির থেকে ছোট, অনেক ধন্যবাদ।” ইনফোকমের জনক রবীন ঘোষ, ‘বিবাহ অভিযান’-এর গণশা শঙ্কর চক্রবর্তী ও বাংলা ধারাবাহিকের মহানায়িকা খেয়ালি ঘোষ দস্তিদার– এই সম্মান দেওয়া হল তাঁদেরকেও। তাঁদের এই বিশেষ সম্মাননা প্রদান করে আপ্লুত টিভিনাইন বাংলা।