Mithai Serial: আশঙ্কা সত্যি করেই মারা গেল মিঠাই, তারপর… নতুন প্রোমোতে ক্ষুদ্ধ নেটপাড়া

Mithai: ধারাবাহিকের নতুন মোড় আবার অনেকেই বেশ পছন্দ করেছে। নতুন করে আবারও সিড-মিঠাইয়ের সম্পর্ক তৈরি হওয়ার দুষ্টু-মিষ্টি কাহিনি দেখার আশাতেও রয়েছেন অনেকে।

Mithai Serial: আশঙ্কা সত্যি করেই মারা গেল মিঠাই, তারপর... নতুন প্রোমোতে ক্ষুদ্ধ নেটপাড়া

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 06, 2022 | 3:44 PM

সারা বছর জনপ্রিয়তার শীর্ষে থাকা ধারাবাহিক মিঠাই বরাবরই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সিদ্ধার্থ ও মিঠাইয়ের সহজ সম্পর্কের সমীকরণকে মাথায় রেখে। এক সুন্দর পরিবারের গল্প, যেখানে পরতে-পরতে জড়িয়ে রয়েছে স্নেহ ভালবাসা হুল্লোর। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে সেই সম্পর্কের চেনা সমীকরণ। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে ওঠে এক একটি মর্মান্তিক ঘটনা, কখনও সিডের মৃত্যুর খবর, কখনও আবার মিঠারানীর মৃত্যুর খবর। তবে সিডের বেলায় সবটা সকলে গ্রহণ করে নিলেও মিঠাইয়ের ক্ষেত্রে তারা তা মানতে নারাজ। স্পষ্টই নেটপাড়া শুরু করে দিল সমালোচনা। কয়েকদিন ধরেই নেটপাড়ায় জল্পনা ছিল তুঙ্গে। মারা যাবে মিঠাই। সেই মন্তব্যকে সত্যি করেই এবার সামনে এল ধারাবাহিকের নতুন প্রোমো। তা দেখা মাত্রই মেজাজ হারাল নেটপাড়া।

এভাবেও সম্ভব! মিঠাইয়ের মৃত্যুর পর ছেলেটি বেশ বড় হয়ে গিয়েছে। তাকে সামলাতেই নাকি নাজেহাল অবস্থা মিঠাইয়ের উচ্ছেবাবুর। সে রীতিমত দুষ্টবাচ্ছার জন্য খুঁজে চলেছে নতুন শিক্ষক। এমনই সময় দরজায় হাজির মিঠাই। না, ঠিক মিঠই নয়, গোপালের নতুন টিচার। যাকে দেখতে অবিকল মিঠাই। এটা দেখার পরই কমেন্ট বক্স ভরে উঠল সমালোচনায়। সকলেই একবাক্যে বলে উঠল ধারাবাহিক বলেই সম্ভব। কেই কেই আবার প্লটের কড়া সমালোচনা করে বসে। কারুর বক্তব্য আগের মিঠাই-ই বেশি সুন্দর ছিল।

তবে ধারাবাহিকের নতুন মোড় আবার অনেকেই বেশ পছন্দ করেছে। নতুন করে আবারও সিড-মিঠাইয়ের সম্পর্ক তৈরি হওয়ার দুষ্টু-মিষ্টি কাহিনি দেখার আশাতেও রয়েছেন অনেকে। যার ফলে এখন দেখার গল্পের নতুন টুইট ধারাবাহিকক আবারও টিআরপি-র তালিকাতে প্রথমে তুলে আনতে পারে কি না। যদিও মিঠাইকে এবারও বেশ মিষ্টি লুকেই দেখা গেল মোদক পরিবারে প্রবেশ করতে। আগামীতে এই নতুন ধাঁচে গল্প দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে, তাই দেখার।