Soumitrisha-Adrit: শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশে কী বার্তা মিঠাই টিমের? সৌমিতৃষা-আদৃতের আবেগঘন মুহূর্ত

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 10, 2023 | 10:58 AM

Mithai: সকলের চোখের কোলে এদিন ছিল জল। সৌমিতৃষার কথায়, এদিন ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিল তাঁর শুরুর দিনের কথাগুলো। দাঁ পরিবারে প্রথমদিন প্রোমো শুট হয়েছিল, আদৃতের কথায়, সেদিনই প্রথম দেখা হয়েছিল সকলের সঙ্গে।

Soumitrisha-Adrit: শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশে কী বার্তা মিঠাই টিমের? সৌমিতৃষা-আদৃতের আবেগঘন মুহূর্ত

Follow Us

আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু, একের পর এক ভাল পর্বে এই জুটির পর্দায় রসায়ণ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। একটা সময় সকলেই মনে করতেন তাঁরা বাস্তবেও জুটি বাঁধতে চলেছেন। তবে সত্যি এমনটা যে নয়, কিছুদিনের মধ্যেই মিলেছিল প্রমাণ। কৌশাম্বীর সঙ্গে সম্পর্কে রয়েছেন আদৃত। আর সৌমিতৃষা! তিনি রীতিমত আক্ষেপের সুরে জানিয়েছিলেন, এই রটনাতে মোটেও তিনি খুশি নন। তাঁর ও আদৃতের মধ্যে তেমন কিছুই ছিল না, অথচ যেভাবে এই খবর রটেছে, তাতে রীতিমত অস্বস্তিতে পড়তে হয়েছে অভিনেত্রীকে। আর এই দুই স্টারের নাকি মুখ দেখাদেখি নেই, সেই প্রসঙ্গে? না, এর আর উত্তরের প্রয়োজন হল না, শেষ পর্বে হাতে হাত, জড়িয়ে ধরে পোজ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই ইতি টানলেন জুটি।

সকলের চোখের কোলে এদিন ছিল জল। সৌমিতৃষার কথায়, এদিন ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিল তাঁর শুরুর দিনের কথাগুলো। দাঁ পরিবারে প্রথমদিন প্রোমো শুট হয়েছিল, আদৃতের কথায়, সেদিনই প্রথম দেখা হয়েছিল সকলের সঙ্গে। তারপর শুরু হয় আড়াই বছরের সফর। গোটা টিম একসঙ্গে হইহই করে সময় কাটান, আজ সেই সফর শেষ। সৌমিতৃষার কথায়, সব শুরুরই শেষ থাকে, এটাও শেষ হল, তবে দর্শকেরা যেভাবে ভালবাসা দিয়েছেন তাঁদের তা সারা জীবন থেকে যাবে, আর এই মিঠাই পরিবারও সারাজীবন দর্শকদের মনে থেকে যাবে।

মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা ঠিক কতটা ছিল, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। টিআরপি-র তালিকায় ধারাবাহিক তলানিতে থাকলেও এই জুটিকে দেখার জন্য শুটিং-এর শেষ দিন উপচে পড়েছিল ভিড়। প্রসঙ্গত, ৩১ মে শেষ শুট হয় এই ধারাবাহিকের। প্রায় দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেরিয়েছে মিঠাই। একের পর এক মোড় ঘুরে গল্প এখন যে পর্যায়ে এসেছে তাতে প্রাথমিকভাবে অনেকেই মুখ ফিরিয়েছিল এই ধারাবাহিক থেকে। তাই বলে সত্যিই শেষ হয়ে যাবে অনেকেই হয়তো অনুমান করতে পারেননি। যদিও সব শুরুরই একটা শেষ থাকে, তাই এবার মিঠাই পর্ব ইতি হল।

Next Article