Mithai Serial: শেষ হচ্ছে না মিঠাই? ভক্তদের আবেদনই কি তবে মিরাকেল ঘটাল?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 15, 2023 | 5:00 PM

Mithai: একটাই আবেদন মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা। ভালোবাসা চরিত্রগুলিকে আরো কিছুদিন পর্দায় দেখতে চান তাঁরা।

Mithai Serial: শেষ হচ্ছে না মিঠাই? ভক্তদের আবেদনই কি তবে মিরাকেল ঘটাল?

Follow Us

প্রায় দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেরিয়েছে মিঠাই। একের পর এক মোড় ঘুরে গল্প এখন যে পর্যায়ে এসেছে তাতে প্রাথমিকভাবে অনেকেই বলেছিল ‘এবার বোধহয় গল্পের বুনাটে কোথাও খামতি দেখা যাচ্ছে…। মিঠাই শেষ হয়ে যাওয়াই ভাল।’ তাই বলে সত্যিই শেষ হয়ে যাবে অনেকেই হয়তো অনুমান করতে পারেননি। কয়েকদিন আগে হঠাৎ করেই চ্যানেলে তরফ থেকে একটি প্রোমো সামনে আনায় সকলেই একপ্রকার অবাক। চলতি মাসের ২৩ তারিখ অর্থাৎ ২৩ এপ্রিল শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। এরপর থেকেই ভক্তদের মনে আবেগ- তুঙ্গে। চ্যানেলের তরফ থেকে পোস্ট করা মিঠাইয়ের প্রতিটি ফুটেজের নিচেই ভরে উঠছে কমেন্ট বক্স।

একটাই আবেদন মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা। ভালোবাসা চরিত্রগুলিকে আরো কিছুদিন পর্দায় দেখতে চান তারা। এই মর্মেই বারে বারে কমেন্ট বক্সে অনুরোধ করে চলেছেন ভক্তরা। যদিও মিঠাই চলতি মাসি শেষ হচ্ছে এই সিদ্ধান্ত ফাইনাল ছিল। তাই অনেকেই রয়েছেন যাঁরা মনোহরা পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাঁরা এই খবর যেন মেনে নিতে পারছেন না। দীর্ঘদিন ধরে এই পরিবারের রাজত্ব ড্রইংরুমে। ফলে এক কথায় বলাই চলে, ভক্তদের বেজায় মন খারাপ হয়ে যায়। তবে কয়েকদিনের মধ্যে মিলল সুখবর।

শিডিউল করা ধারাবাহিকের শুটিং সঠিক সময় শুরু হয়নি। যার ফলে মিঠাই ধারাবাহিক আরও কিছুদিন চলার সম্ভাবনাই তুঙ্গে। এমনই জল্পনা এবার বাংলা টেলিদুনিয়ায়। ঝড়ের গতিতে ভাইরাল খবর। তবে এই নিয়ে চ্যালেনকতৃপক্ষ এখনও মুখ খোলেননি।

ফলে সমালোচনার ভুলে এখন সকলের আবেদন করছেন মিঠাইকে যেন শেষ না করা হয়। বিভিন্ন পর্যায় ধারাবাহিকের টিআরপি ওঠা নামা করলেও তা দর্শক মনে জনপ্রিয়তাকে যে ধরে রাখতে পেরেছে, সে বিষয় কোনও খামতি নেই। ফলে ভক্তদের মনে উদ্বেগ তুঙ্গে। সকলের এই আবেদনেক কি গলবে চ্যানেলের মন? মিঠাই শেষ হওয়া কি আটকানো যাবে? এর উত্তর সময়ই বলবে।

Next Article