মিঠাই ধারাবাহিককে এখন নয়া মোড়। গোটা পরিবারে এখন খুশির মেজাজ, গোপাল আসতে চলেছে পরিবারে, যদিও বাড়ির বড় বউ প্রতিবাদ জানিয়ে সিদ্ধেশ্বর মোদকের ভুল ধরিয়ে দিতে পিছপা হননি। তিনি জানিয়েছিলেন কেন? গোপালই কেন, কন্যা সন্তান নয় কেন! মুহূর্তে দাদু বলেছিলেন নিশ্চয়ই যেই আসুক সুস্থ সন্তান আসুক। ফলে গোপালকে নিয়েই শুরু হয়ে যায় সিদ্ধার্থর সেই চেনা প্রজেক্ট। এই সময় মিঠাইয়ের কি করা উচিত কি করা উচিত নয়, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, কীভাবে সমস্ত নিয়ম মেনে মিঠাই সাবধানে থাকবে প্রতিটা ক্ষেত্রে কড়া নজর রেখে চলেছে সিদ্ধার্থ।
পরিবারের সকলে তা দেখে রীতিমতো অবাক, দাদু বলেই ফেললেন মিঠাই পাল্টে ফেলেছে সিদ্ধার্থকে যদিও তার প্রমাণ অতীতে মিলেছে একাধিকবার। তবে মিটাই স্পষ্ট জানিয়ে দেয়, সে প্রজেক্ট গোপাল ফাঁদে পা দেবে না। সে তার মর্জির মত থাকবে এবং সকলকে গিয়ে সিদ্ধার্থর নামে নালিশ করতে থাকে। এমন সময় পরিবারে হাজির সমরেশ। সুখবর পেয়ে তাড়াতাড়ি মিঠাই ও সিদ্ধার্থকে কাছে টেনে নেন তিনি। মিঠাইকে অনেক আশীর্বাদ করে ও সিদ্ধার্থকে মনে করিয়ে দেয় ছোট থেকে তার বাবাকে সে কতটা কষ্ট দিয়েছে, এবার সে হাড়ে হাড়ে টের পাবে।
যদিও এই মন্তব্যে খুব একটা খুশি হয়নি পরিবারে অন্যান্য সদস্যরা। সন্তানের জন্য একাধিক খেলনা আরও দরকারী সরঞ্জাম ইতি মধ্যেই কেনা শুরু করে দিয়েছে সিদ্ধার্থ। সমস্ত বিষয় লক্ষ্য রেখে এবার মিঠাই গলায় উল্টো সুর। সে বলে উচ্ছে বাবু যা করছে তার গোপালের ভালর জন্যই করছে। সেও তো দিনের শেষে বাবা হতে চলেছে, তাই সন্তানের ভালর জন্য প্রজেক্ট গোপাল মেনে নেবে সে। এবার থেকে উচ্ছে বাবু যা বলবে মিটাই ঠিক তেমনটাই মেনে চলবে বলেই জানায়। আদৌ কি তা সত্যি হবে মিছাই পরিবারে এখন তা ঘিরে জল্পনা তুঙ্গে।