Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাঁচ বছর পর টেলিভিশনে ফিরছেন মোনা, এ বার কোন চরিত্রে?

পাঁচ বছর আগে ধারাবাহিক ‘কবচ’-এ শেষবার টেলিভিশনে অভিনয় করেছিলেন মোনা। গত পাঁচ বছর ওয়েব সিরিজ এবং ছবির কাজে ব্যস্ত ছিলেন।

পাঁচ বছর পর টেলিভিশনে ফিরছেন মোনা, এ বার কোন চরিত্রে?
মোনা সিং।
Follow Us:
| Updated on: May 28, 2021 | 9:06 PM

মোনা সিং (Mona Singh)। ঠিক ধরেছেন। এক সময়ের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘জসসি জ্যায়সি কোই নেহি’-র প্রধান চরিত্রের অভিনেত্রী মোনা। পরে আরও কিছু উল্লেখযোগ্য কাজ করেন তিনি। কিন্তু মাঝে বেশ কিছু বছর টেলিভিশনে দেখা যায়নি তাঁকে। ফের টেলিভিশনে ফিরছেন মোনা।

পাঁচ বছর আগে ধারাবাহিক ‘কবচ’-এ শেষবার টেলিভিশনে অভিনয় করেছিলেন মোনা। গত পাঁচ বছর ওয়েব সিরিজ এবং ছবির কাজে ব্যস্ত ছিলেন। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে দেখতে চেয়েছেন বলেই নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’তেও অভিনয় করেছেন মোনা। ফের নাকি তিনি টেলিভিশনে ফিরছেন।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কোনও ধারাবাহিকে নয়, বরং একটি নতুন শোয়ে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। ‘ক্রাইম পেট্রোল’-এর মতো ক্রাইম নির্ভর হবে এই আসন্ন শো। কাস্ট এবং ক্রিউ সদস্যদের সঙ্গে শেষ মুহূর্তের কথা চলছে। তা ফাইনাল হলেই নাকি শুটিং শুরু হবে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি মোনা।

‘জসসি জ্যায়সি কোই নেহি’-তে ডেবিউ করার পর ‘ঝলক দিখলা যা’, ‘রাধা কি বেটিয়া কুছ কর দিখায়েঙ্গি’-র মতো টেলিভিশনের কাজ করেছিলেন মোনা। ‘থ্রি ইডিয়টস’, ‘জেড প্লাস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। ফের তাঁকে টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন দর্শক।

আরও পড়ুন, রিয়ালিটি শোয়ে নাটক থাকেই, মুখ খুললেন আরও এক ইন্ডিয়ান আইডল প্রতিযোগী