অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বলিউডের পরিচিত মুখ। করণ জোহরের ’ঘোস্ট স্টোরিজ’ থেকে শুরু করে একের পর বড় বাজেট ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা হয়েছে। ‘লাভ সোনিয়া’, লাভ সোনিয়া, ‘সুপার থার্টি’ এবং ‘বাটলা হাউস’-এর মতো ছবিতে তাঁর অভিনয়ের ছাপ ফেলেছেন অভিনেত্রী।
তিনি জন আব্রাহাম, ঋত্বিক রোশন, ফারহান আখতার, পরেশ রাওয়াল প্রমুখ অভিনেতাদের সাথে কাজ করেছেন। তবে যে অভিনেতার সঙ্গে তিনি সবচেয়ে বেশি কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনিআরে কেউ নন, দ্য বাদশাহর—শাহরুখ খান।
এক সাক্ষাৎকারে ম্রুণাল জানান, “আমি শাহরুখ খানের প্রেমে পড়েছি। ওঁর একটা চার্ম আছে। আমি যদি কখনও ওঁর সঙ্গে কাজ করতে পারি। তবে আমি জানি না আমি ওঁর সামনে পারফর্ম করতে পারব না শুধু ওঁর দিকে তাকিয়ে থাকব। আমি সত্যিই এসআরকে সঙ্গে ২০০০ সালেরফিল্ম যেমন ‘কল হো না হো’, ‘ম্যায় হুঁ না’, ‘বীর জারা’-র মতো দুর্দান্ত রোমান্টিক ফিল্মে কাজ করতে চাই। আমি এই যুগে এরকম রোম্যান্টিক সিনেমা তৈরি হচ্ছে দেখতে পাই না, ”।
আরও পড়ুন-‘থলথলে বৌদি’ শ্রীলেখা? রিমঝিমের ‘বিতর্কিত’ কমেন্টে উত্তাল সোশ্যাল মিডিয়া
এদিকে, ম্রুণালকে ‘তুফান’, ‘জার্সি’, ‘আঁখ মিচোলি’, এবং পিপ্পার মতো ছবিতে দেখা যাবে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও অফার পাচ্ছেন অভিনেত্রী। দুলকার সলমন অভিনীত একটি তেলগু ছবিতে অভিনয়ের কথা শোনা যাচ্ছে।