Nabanita Das: বিবাহ বিচ্ছেদের মাঝেই বেনারসিতে নবনীতা, পোস্ট দেখে কী বলল নেটদুনিয়া?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 11, 2023 | 2:46 PM

Viral Post: এই ছবিতে অপরূপ সুন্দরী লাগছে অভিনেত্রীকে। তবে কি আবার বিয়ে? না, প্রশ্নই ওঠে না। নবনীতা এখন ব্যস্ত তাঁর বর্তমান জীবন গোছাতে। কেরিয়ারে নজর দিতে চান তিনি।

Nabanita Das: বিবাহ বিচ্ছেদের মাঝেই বেনারসিতে নবনীতা, পোস্ট দেখে কী বলল নেটদুনিয়া?

Follow Us

নবনীতা দাস, বর্তমানে বিচ্ছেদের জল্পনায় চর্চিত এক নাম। অভিনেত্রী চার বছরের বৈবাহিক জীবন শেষ করার সিদ্ধান্তের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। যদিও তা প্রাথমিকভাবে মেনে নিতে চাননি তাঁর স্বামী অভিনেতা জিতু কামাল। তবে বর্তমানে এই সত্যি আর চাপা দিয়ে রাখা গেল না। কারণ বারবার নবনীতা নিজের মন্তব্য স্পষ্ট করে নিয়েছেন নেটদুনিয়ায়। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই লাইভ। যেখানে তিনি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন তাঁদের মধ্যে এই দূরত্ব তৈরি হওয়ার কারণ। তবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা সবে মাত্র তিন মাস। তার মাঝেই বেনারসিতে সাজলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বেনারসি পরে এক সাদা কালো ছবি।

তবে এই ছবিতে অপরূপ সুন্দরী লাগছে অভিনেত্রীকে। তবে কি আবার বিয়ে? না, প্রশ্নই ওঠে না। নবনীতা এখন ব্যস্ত তাঁর বর্তমান জীবন গোছাতে। কেরিয়ারে নজর দিতে চান তিনি। জিতু ও তার মাঝে যে কোনওদিন কোনও তৃতীয় ব্যক্তি আসেনি, তা নিশ্চিত করেছেন নিজেই। ফলে নিজেকে এই পরিস্থিতি থেকে বার করে নিয়ে যেতে চান এখন নবনীতা। ফলে নতুন করে সম্পর্কের কথা এখন আর তিনি ভাবছেন না। বর্তমানে সান বাংলায় এক ধারাবাহিকে কাজ করছেন তিনি। তারই শুট থাকেন ব্যস্ত।

এক ভক্ত নবনীতার উদ্দেশে লিখলেন, তিনি কেন এত সুন্দর ছবি সাদাকালো ফ্রেমে শেয়ার করেছেন? আর অধিকাংশ নেটিজ়েনদেরই একটাই অনুরোধ, জিতু আর নবনীতা যেন পুনরায় এক হয়ে যান। তাঁরা যেন একে অন্যের সঙ্গে আবারও সম্পর্ক ঠিক করে নেন। যদিও তা নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। কারণ একটাই নবনীতা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁরা কখনই একে অপরকে জোর করেননি। বরং তাঁরা নিজেরাই মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

Next Article