সদ্য সামনে এসেছে নবনীতা দাস ও জিতু কামালের বিবাহ বিচ্ছেদের খবর। প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন অভিনেত্রী, তাঁরা একসঙ্গে ভাল ছিলেন না। রোজের অশান্তিকে মেনে না নিয়ে দুজনে মিলেই এই সিদ্ধান্ত নেই। এখানে কোনও আক্ষেপ নেই। তাঁর কথায়, অনেকেই আছেন যাঁরা নিজেদের ভাগ্য মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন। তাঁরা দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন। গত তিন থেকে চার মাস ধরেই তাঁরা একে অপরের সঙ্গে থাকেন না। বর্তমানে কেমন আছেন নবনীতা? TV9 বাংলাকে জানালেন মনের কথা…।
কেমন আছেন নবনীতা?
এই সময়টা খুব কঠিন। এই সময়টা নিজেকে ঠিক রাখাটাই বড় বিষয়। চেষ্টা করছি ঠিক থাকার। এগিয়ে তো যেতেই হবে…।
ঘুরতে গিয়েছিলেন? পাহাড়ে ছবি দেখলাম…
গিয়েছিলাম, একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম। শিলিগুড়িতে আমার কয়েকজন আত্মীয় থাকেন। তাঁদের ওখানেই গিয়েছিলাম তিন দিনের ছুটিতে। তবে দুই সপ্তাহ আগে গিয়েছিলাম। মিরিক, গ্যাংকট ঘুরে এলাম।
এরপর…
এরপরটা বলা খুব কঠিন। এই চলছে শুটিং থাকে, কাজ নিয়েই ব্যস্ত। আজ একটু ফাঁকা সময় পেয়েছি, গাড়িগুলো সার্ভিসিং করাব। এখন তো সব আলাদা আলাদা। নতুন করে গোছাতে হচ্ছে। গোছাতে হবে। এই সময়ের লড়াইটা বড় অদ্ভুত। তুমি ভুলে থাকতে চাইলেও ভুলতে পারবে না। কারণ বিষয়টা তো আর দুজনের মধ্যে নেই। আসে পাশে সকলেই এটা নিয়ে কথা বলছে।
জিতুর সঙ্গে কথা হয়?
হম হয়, ফাঁকা সময় পেলেই হয়। কাজ না থাকলেই দুজন যোগাযোগ করি, কথা বলি। আজ সকালে লন্ডন চলে গেল…।
পরবর্তীতে সম্পর্কে যাওয়ার বিষয় কী মত আপনার?
এখনই এসব নিয়ে ভাবিনি। আমার বরাবরই সেভাবে বন্ধু খুব একটা লাগে না। আমি সেভাবে কখনই পার্টি করিনি। তাই এখনও কোনও বিশেষ বন্ধুর কথা ভাবিনি। কীভাবে আমি এই বিষয়টা থেকে এগোব বলতো, সারাক্ষণ তো এটা নিয়েই কথা বলে যাচ্ছি। আর বিশেষ কেউ যদি আসেও, সেও তো ভাল থাকবে না, কারণ আমায় নিয়ে তো এখন চারপাশে একটাই কথা।