এই মুহূর্তে নবনীতা দাস ট্রেন্ডিং। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে জোর চর্চা। জিতু কামালের সঙ্গে তাঁর বিচ্ছেদের কারণ কী, তা নিয়েও একের পর এক গুজব রটছে। এরই মধ্যে নবনীতার মনে পড়ছে এমন কিছু মানুষকে আট বছর আগে যারা ছিলেন তাঁর নিত্যদিনের সঙ্গী। টিফিন শেয়ার থেকে শুরু করে মেকআপ রুম– দিনের একটা বড় সময় একসঙ্গেই কাটত তাঁদের। ‘দ্বীপ জ্বেলে যাই’– ধারাবাহিকের মধ্যে দিয়েই ডেবিউ হয় নবনীতা দাসের।
ধারাবাহিকটি শুরু হয় ২০১৫ সালে। ব্যাডমিন্টল পাগল এক মেয়ের সংসার সামলে খেলা চালিয়ে যাওয়ার লড়াইই ছিল এই ধারাবাহিকের মূল প্লট। সেই অতীত টেনে এনেই টিমের সকলের সঙ্গে তোলা পুরনো ছবি শেয়ার করে নবনীতা লেখেন, “কিছু মুহূর্ত যত্ন করে তোলা থাকে মনের মনি কোঠায়..যা কখনওই পুরনো হয় না……৮ টা বছর কিভাবে কেটে গেলো সত্যি বুঝতে পারলাম না..আজকের দিনেই শুরু হয়েছিল আমাদের এই রঙিন পথ চলা..দ্বীপ জ্বেলে যাই”। সহ অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তীর সঙ্গেও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। আবেগঘন তিনি, আবেগঘন তাঁর অনুরাগীরাও। অনেকেই জানাচ্ছেন, “এই ধারাবাহিক বড় কাছের। আজ মিস করি।” এই মুহূর্তে নবনীতা ও জিতুর বিচ্ছেদের খবর নিয়ে চলছে আলোচনা। জিতুর সঙ্গে আলোচনা না করেই নাকি বিচ্ছেদের খবর শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়, রটেছে এমনটাও। যদিও ঠিক কী কারণে তাঁদের সম্পর্কে ধরেছে চিড়, তা নিয়ে নানা সময়ে রটেছে নানা খবর, সত্যি কি? জানতে মুখিয়ে সকলেই।