ইন্ডিয়ান আইডলের এক প্রতিযোগীকে পছন্দ হল নভ্যার!

চলতি সিজনের এক প্রতিযোগীর অনুরাগী নভ্যা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর ছবি শেয়ার করে সে কথা প্রকাশ্যে আনলেন নভ্যা। কিন্তু কে সেই প্রতিযোগী?

ইন্ডিয়ান আইডলের এক প্রতিযোগীকে পছন্দ হল নভ্যার!
নভ্যা নভেলি নন্দা।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2021 | 12:54 PM

ইন্ডিয়ান আইডল ১২ এখন সংবাদ শিরোনামে। চলতি সিজনের বিতর্কের কারণে শিরোনামে জায়গা করে নিয়েছে হিন্দি টেলিভিশনের এই রিয়ালিটি শো। এ বার সেই শোয়ের এক প্রতিযোগীকে পছন্দ করে বসলেন অমিতাভ বচ্চনের নাতনি তথা শ্বেতা বচ্চনের কন্যা নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)!

চলতি সিজনের এক প্রতিযোগীর অনুরাগী নভ্যা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর ছবি শেয়ার করে সে কথা প্রকাশ্যে আনলেন নভ্যা। কিন্তু কে সেই প্রতিযোগী?

নভ্যা ইনস্টাগ্রাম স্টোরিতে স্বাই ভাটের ছবি শেয়ার করেছিলেন। বিখ্যাত গায়ক উদিত নারায়ণের সঙ্গে স্বাইয়ের একটি পারফরম্যান্সের অংশ শেয়ার করেছিলেন নভ্যা। উদিতের কাছ থেকেও প্রশংসা পেয়েছিলেন স্বাই। যদিও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নভ্যা।

Navya-Post

নভ্য়ার শেয়ার করা সেই ইনস্টাগ্রাম স্টোরি।

গত শনিবার যে পর্ব সম্প্রচারিত হয়েছে, তার থেকেই স্বাইয়ের পারফরম্যান্স শেয়ার করেছিলেন নভ্যা। সেই পর্বে অতিথি বিচারকের আসনে ছিলেন উদিত এবং অভিজিৎ ভট্টাচার্য। ইন্ডিয়ান আইডলের চলতি বিতর্ক নিয়ে সে ভাবে মুখ খোলেননি তাঁরা। এর আগে যখন অমিত কুমারের সমর্থনে প্রকাশ্যে সোনু নিগম মন্তব্য করেন, তখন সোনুকে সাপোর্ট করে অমিতের প্রতি শ্রদ্ধা জানান অভিজিৎ। এক প্রতিযোগীর পারফরম্যান্স পছন্দ হয়েছে বটে, তবে চলতি বিতর্ক নিয়ে মুখ খোলেননি নভ্যাও।

আরও পড়ুন, ‘রামধনু’র সাত বছর, গার্গীর চোখে কতটা বদল হল ‘মিতালি’র?