Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neel-Trina: বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে এ কী কাণ্ড ঘটালেন নীল-তৃণা…

Tollywood Jodi: ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। নিমন্ত্রণের তালিকা ছিল দীর্ঘ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে সেই বিয়ের আসরে ঠিক কী কী ঘটেছিল, তা বোধহয় অনেকেই এখনও অজানা। তাই বিয়ের মন্ডপ থেকে এবার ভাইরাল হল জুটির রিল।

Neel-Trina: বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে এ কী কাণ্ড ঘটালেন নীল-তৃণা...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 11:45 AM

অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা, টেলিদুনিয়ার অন্যতম জনপ্রিয় এই জুটি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে থাকেন, নিত্য নতুন পোস্ট নিয়ে। তৃণা এখন বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত, অন্যদিকে নীলের ঝুলিতে ধারাবাহিক। পর্দায় তাঁদের একসঙ্গে কবে পাওয়া যাবে, সেই অপেক্ষায় পলক গুনছেন দর্শকেরা। তবে এই জুটি পর্দায় একসঙ্গে না ফিরলেও বাস্তবে মাঝে মধ্যেই এমন নানা কাণ্ড করে থাকেন, যা পলকে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। নিমন্ত্রণের তালিকা ছিল দীর্ঘ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে সেই বিয়ের আসরে ঠিক কী কী ঘটেছিল, তা বোধহয় অনেকেই এখনও অজানা। তাই বিয়ের মন্ডপ থেকে এবার ভাইরাল হল জুটির রিল।

সত্যি কি বিয়ের মন্ডপ? না, এটি কোনও শুটের দৃশ্যই হবে। তাঁদের পোশাক লক্ষ্য করতে বোঝা যায় এটি তাঁদের বিয়ের আসর থেকে তোলা রিলস নয়। সেখানেই শুটের মাঝে জোরকা ঝাটকা হায় ধিরেসে লাগা গানে রিলস বানালেন তাঁরা। যা দেখে বেজায় মজা পেল নেটপাড়া। নীল তৃণার এই ভিডিয়ো দেখে একশ্রেণি বেজায় মুগ্ধ। আবার আরেকশ্রেণি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, কবে এই জুটি একসঙ্গে পর্দায় ফিরবেন? কেউ লিখলেন, পরিচালক শট ভাবতে ব্যস্ত আর স্টাররা রিলস বানাতে ব্যস্ত। জুটি টেলিদুনিয়ার অন্যতম চর্চিত স্টার। ফলে তাঁদের সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। মাঝে মধ্যেই তাঁরা নানান পোস্ট করে থাকেন তাই ভক্তদের জন্য। এবারও ব্যতিক্রম হল না।