Neetu Kapoor: বিধবা মানেই কেঁদে বেড়াবে, এমনটাই দেখতে চায় ওরা: প্রতিবাদ নিতুর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 08, 2022 | 1:39 PM

Neetu Kapoor: ঋষি কাপুর মারা গিয়েছিলেন ৩০ এপ্রিল ২০২০। ক্যানসার তাঁকে কেড়ে নিয়েছিল। এর আগে নিতু জানিয়েছেন মৃত্যুর ১৭ দিন আগে থেকে কথা বন্ধ করে দেন ঋষি।

Neetu Kapoor: বিধবা মানেই কেঁদে বেড়াবে, এমনটাই দেখতে চায় ওরা: প্রতিবাদ নিতুর
ট্রোল তাঁর সঙ্গ ছাড়েনি। বরং দ্বিগুণ হয়ে ফিরে এসেছে নিতুর কাছে।

Follow Us

স্বামী নেই। সেই দুঃখ বুকে নিয়েই ছেলে-বৌমাকে নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন নিতু সিং। বিচারক হিসেবে যোগ দিয়েছেন রিয়ালিটি শো’র মঞ্চে। বলা ভাল, জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তিনি। কিন্তু ট্রোল তাঁর সঙ্গ ছাড়েনি। বরং দ্বিগুণ হয়ে ফিরে এসেছে নিতুর কাছে। ঋষি কাপুরের অবর্তমানে কী করে ‘ভাল’ আছেন নিতু– এই প্রশ্নের সম্মুখীনই বারেবারে হতে হচ্ছে তাঁকে। একই সঙ্গে চলছে কদর্য সব ট্রোলিং। এ সবেরই প্রতিবাদ করেছেন নিতু। জানিয়েছেন, কিছু মানুষের ধারণাই বিধবা মানেই সে কেঁদে বেড়াবে।

নিতুর কথায়, “ট্রোল করছে দেখলেই আমি সোজা তাদের ব্লক করে দিই। অনেকেই বলে, ‘বর মারা গিয়েছে, আর এ এদিকে এনজয় করে বেড়াচ্ছে। আসলে ওরা দেখতে চায় বিধবা মানেই সে কাঁদছে।” তিনি যোগ করেন, “যারা এসব বলে থাকেন তাঁদের আমি একটা কথাই বলতে চাই, আমি এরকমটাই থাকতে চাই। এভাবেই শোক কাটাতে চাই। কেউ কেউ কেঁদে হাল্কা হন, আমি আনন্দে থেকে হাল্কা হওয়ার চেষ্টা করি।”

ঋষি কাপুর মারা গিয়েছিলেন ৩০ এপ্রিল ২০২০। ক্যানসার তাঁকে কেড়ে নিয়েছিল। এর আগে নিতু জানিয়েছেন মৃত্যুর ১৭ দিন আগে থেকে কথা বন্ধ করে দেন ঋষি। তাঁকে রাখার হয় ভেন্টিলেশনে। নিতুর কথায়,”অনেক কিছু বলতে চাইত। আমার দিকে তাকিয়ে থাকত। আমি অ্যালফাবেট যুক্ত আইপ্যাড নিয়ে গিয়েছিলাম। যদি কিছু বলে। কিন্তু হাত তোলার মতো ক্ষমতাও হারিয়ে ফেলেছিল ঋষি।” নিতু আরও জানান, সে সময় হাসপাতালে শুধু তিনি আর ছেলে রণবীর। রাতের পর রাত ঘুম নেই। স্বামীর ওই অসহায় অবস্থা দেখতে পারতেন না নিতু। কষ্ট জল হয়ে গড়িয়ে পড়ত চোখের কোণ বেয়ে।” ঋষি-পত্নীর কথায়, “কত কথা বলার ছিল, কিন্তু বলতে পারল কোথায়? ওকে এভাবে দেখতে আমি চাইনি।”

সম্প্রতি ছেলের বিয়ে দিয়েছেন নিতু। স্বামী নেই। স্বামীর স্মৃতি আজও এক। তা আকড়েই বাঁচতে চান নিতু। সঙ্গে রয়েছে ছেলে, বৌমা, মেয়ে ও নাতি-নাতনিরা। ট্রোলিং চলুক না হয় তার আপন নিয়মে

Next Article