হাসপাতাল থেকে অবশেষে ছাড়া পেলেন নেহা ধূপিয়া ও তাঁর সদ্যোজাত সন্তান। গত ৩ অক্টোবর দ্বিতীয় বার মা হয়েছে নেহা। জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের। এবার সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন নতুন মা।
নেহা গাড়িতে উঠতেই পাপারাৎজির ফ্রেমে বন্দি হন তিনি। কোলে ছিল একরত্তি। ফ্রেমে বন্দি হল সেও। মা-নেহা যদিও হাত দিয়ে ঢেকে রেখেছিলেন সন্তানের মুখ। সন্তান ফ্রেম বন্দি হোক তা প্রথম থেকেই চাননি নেহা-অঙ্গদ। সদ্যোজাত সন্তান তো বটেই তাঁদের প্রথম সন্তান মেহেরের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঘোরতোর বিরোধী ওই সেলেব দম্পতি।
নেহা দ্বিতীয়বার মা হওয়ার পর অঙ্গদ লেখেন, “ঈশ্বর আমাদের আজ এক পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন। মেহের এ বার বেবি টাইটেল নতুন সদস্যকে পাস করে দিতে পারবে। বেদিস্ বয় এসে গিয়েছে। ঈশ্বর আমাদের মঙ্গল করুন। এই গোটা জার্নি একজন যুদ্ধজয়ী হওয়ার জন্য ধন্যবাদ। এ বার আমাদের চার জনের জন্য মনে রাখার মতো জার্নি তৈরি করতে হবে।”
২০১৮-র নভেম্বরে প্রথম সন্তান মেহেরের জন্ম দেন নেহা। এখন তাঁর বয়স ৪০ বছর। ফলে দ্বিতীয় মাতৃত্ব নিয়ে অনেক বেশি সাবধানী ছিলেন তিনি। এ প্রসঙ্গে আগে নেহা বলেন, “দ্বিতীয় মাতৃত্ব প্রথম বারের থেকে অনেকটাই আলাদা। প্রথমবার অনেক প্রশ্ন ছিল মনে। এখন বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি জানি। তবে লকডাউনের জন্য সমস্যা অনেক বেশি। বাড়িতেই থাকতে হচ্ছে। মেহেরের সঙ্গে সময় কাটাচ্ছি।”
নেহা আরও জানান, করোনা পরবর্তী পৃথিবীতে জীবন অনেক বেশি অনিশ্চিত হয়ে গিয়েছে। এখন সন্তানকে পৃথিবীতে আনার আগে অনেক ভাবতে হচ্ছে মায়েদের। কিন্তু নিজে পজিটিভ থাকলে সব সমস্যার সমাধান করা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। মেহের যে দিদি হতে চলেছে, তা নাকি মেয়েকে বুঝিয়েছেন নেহা। নেহা শেয়ার করেছিলেন, “আমি ওকে বাচ্চাদের ছবি দেখাই। ও জানে, আমাদের বাড়িতেই একটা বেবি আসবে। একটা নামও ঠিক করেছে। ওর কোন কোন খেলনাগুলো তাকে দেবে, সেটাও ঠিক করেছে মেহের।”
কেন সন্তানের মুখ প্রকাশ্যে আনেন না তিনি, সে প্রসঙ্গে এর আগে সাক্ষাৎকারে অঙ্গদ বলেছিলেন, “সন্তানের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। ভবিষ্যতে ওরা যখন বুঝতে শিখবে, নিজে সিদ্ধান্ত নিতে পারবে, তখন যদি ও চায় ওরা ছবি প্রকাশ হোক, তখন হবে। কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি। ওদের অনুমতি ছাড়া ওর ছবি প্রকাশ করতে পারব না।” মেহেরের ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত বহাল থাকল দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও। পাপারাৎজির কাছে ছেলের মুখ ঢেকেই বাড়ি ফিরলেন নতুন মা।