Icche Putul: ‘বাংলা ধারাবাহিকে অনেক দিন পর ভাল চরিত্র’, মেঘের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 19, 2023 | 12:54 PM

Bangla Serial: এই মেঘ সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে ঘুরে দাঁড়াতে শিখে যায়, নিজের আত্মমর্যাদা রক্ষা করতে শিখে যায় তারই গল্প বলে চলেছে এই ধারাবাহিক।

Icche Putul: বাংলা ধারাবাহিকে অনেক দিন পর ভাল চরিত্র, মেঘের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Follow Us

জিবাংলার ধারাবাহিক ইচ্ছেপুতুল। কয়েকমাস হল শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। মেঘ, এক সহজ, সরল মেয়ের গল্প। যাঁর জীবন জুড়ে শুধুই না পাওয়ার যন্ত্রণা, আর একটু ভালবাসার প্রতিক্ষা। পরিবারে সে ছোট, দিদি ও মায়ের জোটের মাঝে সে ধোপে টেকে না। দিদিকে রক্ত দেওয়ার জন্যই তাঁর জন্ম। তবে দ্বিতীয় সন্তানের প্রতি এই অবহেলা মেনে নিতে নারাজ তাঁর বাবা। চোখে হারায় সে তাঁর মেয়েকে। এমনই পরিস্থিতিতে ভালবেসে বিয়ের পিঁড়িতে বসা। সৌরনীলের সঙ্গে সকলের অমতে বিয়ে করা। শ্বশুরবাড়িতে সকলের পছন্দ ছিল মৌরীকে। অর্থাৎ মেঘের দিদিকে। কিন্তু সৌরনীলের যেদের বশে বাড়ির বউ হয়ে আসে মেঘ।

এই মেঘ সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে ঘুরে দাঁড়াতে শিখে যায়, নিজের আত্মমর্যাদা রক্ষা করতে শিখে যায় তারই গল্প বলে চলেছে এই ধারাবাহিক। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়, আবারও মেঘ যড়যন্ত্রের শিকার। তাঁর চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করে তাঁর দিদি। যা নিয়ে শ্বশুরবাড়িতে আবারও নড়ে যায় তাঁর জায়গা। এবার আর চুপ থাকল না মেঘ। নিজেকে ঠিক প্রমাণ করার চ্যালেঞ্জও গ্রহণ করল না। কেবল বেরিয়ে গেল বাড়ি থেকে।

মেঘের এই প্রতিবাদ দর্শকদের মনে জায়গা করে দেয়। প্রোমো দেখা মাত্রই একের পর এক কমেন্ট বক্সে এসে মেঘ চরিত্রের প্রশংসা করে গেল নেটিজ়েনরা। কেউ লিখলেন, বহুদিন বাদে বাংলা সিরিয়াল একটা সত্যিকারের মেয়ের চরিত্র তৈরি করল। বোধহয় প্রথমবার। আবার কারও কথায়, মেঘ চরিত্র অনেক ভাল জীবন সঙ্গীর প্রয়োজন। আমার মনে হয় এদের আলাদা হয়ে যাওয়াই প্রয়োজন। আবার কারও কথায়, মেঘের প্রতিবাদটা সুন্দর ছিল…।

Next Article