Actress Death: আলুর পরোটা নিয়ে জোর ঝগড়া, এর পরেই ঝুলন্ত দেহ উদ্ধার অভিনেত্রীর
Actress Death: আবারও অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। প্রয়াত অভিনেত্রীর নাম রুচিস্মিতা গুরু।
আবারও অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। প্রয়াত অভিনেত্রীর নাম রুচিস্মিতা গুরু। ওড়িশার বালঙ্গি জেলায় অভিনেত্রীর কাকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। ওড়িয়া ছবির জগতেই পরিচিত নাম ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্যানে ওড়না লাগানো অবস্থায় উদ্ধার করা হয় রুচিস্মিতাকে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। কিন্তু কেন? পরিবারের অনুমান, নেপথ্যে আলুর পরোটা নিয়ে জোর বচসা। অভিনেত্রীর মা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তিনি মেয়েকে রাত্রি আটটা নাগাদ আলু পরোটা তৈরি করতে বলেন। কিন্তু মে জানায় সে দশটার আগে পারবে না। এই নিয়েই মা-মেয়ের একপ্রস্থ বাগবিতন্ডা হয়। এর পরেই ঘরের দরজা বন্ধ করে দেন রুচিস্মিতা। পরে উদ্ধার হয় দেহ। অভিনেত্রীর মায়ের দাবি, অতীতেও নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। যদিও পুলিশের অনুমান আলুর পরোটা নিয়ে ঝগড়া ছাড়াও রয়েছে আর এক কারণ। প্রেমের সম্পর্কে আপত্তি ছিল পরিবারের, আর সেই কারণেই অশান্তি লেগেই থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
অভিনেত্রী হওয়ার পাশাপাশি সুগায়িকাও ছিলেন তিনি। বহু মিউজিক অ্যালবামে দেখা গিয়েছে তাঁকে। প্রচুর স্টেজ শো-ও করেছেন তিনি। সামাজিক মাধ্যমেও ছিলেন বেশ সক্রিয়। তাও কেন, পারিবারিক বিপদের কারণে এ হেন পন্থা বেছে নিলেন তিনি? প্রশ্ন তাঁর ঘনিষ্ঠদেরও। বিগত বেশ কিছু সময় ধরে গ্ল্যামার দুনিয়ায় আত্মহত্যার ঘটনা যেন বেড়েই চলেছে। দিন দু’য়েক আগেই মৃত্যু হয়েছে অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। তাঁর মৃত্যুও আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। শুধু তাই নয়, সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে টলিপাড়ায় পল্লবী দে’র মৃত্যু– সামনে এসেছে হতাশা, কাজ না পাওয়ার মতো ঘটনা। গত বছরের ডিসেম্বরে মৃত্যু হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন নায়িকার মা। প্রেমিক সিজান খান গ্রেফতারও হন, আপাতত তিনি জামিনে মুক্ত। তবে রুচিস্মিতার ক্ষেত্রে এখনও পর্যন্ত থানায় কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। শুধুমাত্র আলুর পরোটা নিয়ে ঝামেলার পরিণতিই মৃত্যু? উত্তর খুঁজছেন সকলেই।