বোনকে ছাড়া এই প্রথম রাখি পালন। ঐন্দ্রিলা শর্মা, গত বছর হঠাৎই সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন। খবর প্রকাশ্যে আসা মাত্রই সকলেই ভেসেছিলেন চোখের জলে। মেনে নিতে পারেননি কেউই এক তরতাজা প্রাণ সকলের চেষ্টা ব্যর্থ করে দিয়ে অকালেই চলে যাবে। দিদি ডাক্তার, তবুও তিনি অপারক, কারণ দিন দিন ঐন্দ্রিলার পরিস্থিতি শেষের দিকে খারাপের দিকে এগিয়েছিল। তাই শেষ রক্ষা হয়নি। তবে ঐন্দ্রিলার লড়াইয়ের প্রতিটা পদক্ষেপে সঙ্গী ছিলেন তাঁর দিদি। বোনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি লড়েছিলেন, একযোগে যুদ্ধে নেমে ছিলেন, মৃত্যুকে হারিয়ে বোনকে আগলে রাখার যুদ্ধ। যেখানে বারবার জিতে গিয়েছে ঐন্দ্রিলার অদম্য বেঁছে থাকার ইচ্ছে, মনোবল, পরিবারই ছিল তাঁর কাছে শক্তি। তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী শেষ মুহূর্ত পর্যন্ত বুকে আগলে রেখেছিলেন ঐন্দ্রিলাকে।
রাখির দিন আবারও সেই স্মৃতিতে ফিরল নেটপাড়া। ঐন্দ্রিলার স্মৃতিতে ভাসছে সবাই। কারণ তাঁর সঙ্গে একই ছাদের তলায় বেড়ে ওঠা সঙ্গে, তাঁর দিদির চোখের কোল ভিজল রাখির দিন। বোনের হাতে রাখি পরানো আর কোনওদিন হবে না, এই প্রথম বোনকে ছাড়া রাখি পালন। একের পর এক এই না পাওয়া, বোনকে প্রতিটা মুহূর্তে কাছে না পাওয়ার যন্ত্রনাটাই যেন তাঁর কাছে দুর্বিসহ হয়ে উঠছে। তাঁর কাছে আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে এই লড়াই। সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার এক মিষ্টি ছবি শেয়ার করেন তিনি। যেখানে পাহাড় কোলে একাকি সময় কাটাতে দেখা যায় ঐন্দ্রিলাকে, একলা বারান্দায় বলে প্রকৃতি উপভোগ করা, ঐন্দ্রিলার আবারও সেই মুখে লেগে থাকা মিষ্টি হাসি দেখে আবেগে ভাসলেন সকলে। তাঁর দিদি এই ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘যত দিন যাচ্ছে সবটাই আরও বেশি কঠিন হয়ে উঠছে। হ্যাপি রাখি বোনু’। সম্প্রতি তিনি মরণোত্তর সম্মানে সম্মানিত হন। টেলি আকাদেমির মঞ্চে ঐন্দ্রিলার উদ্দেশে দেওয়া হয় বিশেষ সম্মান।