Big Boss 15: স্ত্রীর সঙ্গে চরম দুর্ব্যবহার, প্রকাশ্যেই রাখীর স্বামীকে তুলোধনা সলমনের
বিগবসের তরফে যে প্রোমো প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে রিতেশের প্রতি সলমনের প্রশ্ন, তিনি যদি রাখী সাওয়ান্তের স্বামী না হতেন তাহলে তাঁকে চিনত কে ?
বিগবসের ১৫-র মঞ্চে হাজির হয়েছেন রাখী সাওয়ান্তের স্বামী রিতেশ। রিতেশ আদপে রাখীর স্বামী কিনা তা নিয়ে সন্দেহের মধ্যেই দিন দিন রাখীর প্রতি রিতেশের ব্যবহারে ক্ষুব্ধ নেটিজেনও। যে ভাষায় তিনি নিজের স্ত্রীর সঙ্গে কথা বলেন, যেভাবে শো’র বাকি মহিলা প্রতিযোগিদের সঙ্গে ঘনিষ্ঠতা দেখানোর চেষ্টা করে থাকেন তা একেবারেই পছন্দ নয় রাখী ভক্তদের। অতীতে এই ঘটনায় মুখ খুলেছিলেন রাখী নিজেই। এবার শো’র সঞ্চালক সলমন খানও রাখীর প্রতি চরম দুর্ব্যবহারের কারণে তুলোধনা করলেন রিতেশকে।
বিগবসের তরফে যে প্রোমো প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে রিতেশের প্রতি সলমনের প্রশ্ন, তিনি যদি রাখী সাওয়ান্তের স্বামী না হতেন তাহলে তাঁকে চিনত কে ? এখানেই থেমে থাকেননি সলমন। তাঁকে বলতে শোনা যায়, “যেভাবে রিতেশ ব্যবহার করেছে রাখীর সঙ্গে বড় বড় মানুষেরাও এমনটা করে না। তোমার কি সম্মান নেই? না সম্মান দেখাতে পার না। এভাবে দিনের পর দিন রাখীর সঙ্গে ব্যবহার করলে কিন্তু ফল ভাল হবে না।” গোটা সময়টা মুখ নিচু করে কাঁদতে দেখা যায় রাখীকে। প্রোমোতে তাঁকে মুখ খুলতে দেখা যায়নি। একদিকে রিতেশকে নিয়ে সলমনের অসন্তোষের মাঝেই খবর বিগবস থেকে নাকি বাদ পড়তে চলেছেন রিতেশ, এই সপ্তাহেই।
রাখি সাওয়ান্ত বিবাহিত নাকি ‘বিয়ের অভিনয়’ করছেন, নেটিজেনদের কাছে তা ছিল ধোঁয়াশা। রাখি দাবি করতেন তাঁর স্বামী রিতেশ প্রবাসী ভারতীয়। ক্যামেরার সামনে আসতে চান না। আর সে কারণেই রিতেশের কোনও ছবি প্রকাশ্যে আনতে পারেন না তিনি। এর আগের সিজনে বিগবস হাউজে প্রবেশের পর রাখি বিগবসের সামনে কান্নায় ভেঙে পড়ে একবার স্বামী রিতেশকে সামনে আসার আর্জি জানালেও রিতেশকে সে সিজনে আসতে দেখা যায়নি। তবে রাখীর ঘনিষ্ঠ বন্ধু কমেডিয়ান ভারতী সিং দাবি করেছিলেন রিতেশ রয়েছে, তিনি তাঁকে ভিডিয়ো কলে দেখেছেন। এর পরেই এই সিজনে রিতেশের এন্ট্রি। কিন্তু রিতেশের এই রূপ দেখে এতটুকুও খুশি নন রাখীর ভক্তরা।
View this post on Instagram
আরও পড়ুন- Indrani Halder: শ্রীময়ীকে দেখে হিংসে হয়, ওঁর মতো আমারও যদি এক রোহিত সেন থাকত: ইন্দ্রাণী হালদার