Orhan Awatramani: বিগ বসের বাড়িতে বলিউডের বেস্ট ফ্রেন্ড ওরি, কেন তাঁকেই আনা হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে?
Orry At Big Boss 17: বলিউডের তাবড়-তাবড় তারকাদের সঙ্গে তো বটেই, তারকা সন্তানদের সঙ্গেও ওঠাবসা ওড়ির। শ্রীদেবী এবং বনি কাপুরের দুই কন্যা--জাহ্নবী এবং খুশির সঙ্গে বেড়াতে গিয়ে লাইমলাইটটাই কেড়ে নিয়েছিলেন এই ব্যক্তি। তারপর ইনস্টাগ্রামে হুহু করে বাড়তে থাকে তাঁর ফলোয়ার। ৫৭৭কে ফলোয়ার তাঁর। তাঁর সঙ্গে থাকতে চান সকল তারকাই। ওরিকে বলা হয় বলিউডের 'বেস্ট ফ্রেন্ড'। সকলের হাঁড়ির খবরও থাকে ওরির কাছে। বিগবসের জন্য আদর্শ এক প্রতিযোগী হতে পারেন ওরি।

অরহ্যান আওয়াত্রামানিকে চেনেন? বিগ বস ১৭তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে প্রবেশ ঘটতে চলেছে তাঁর। সলমন খানের সঙ্গে শুটিং করবেন তিনি। বলিউডের খোঁজ খবর রাখেন যাঁরা, এতদিনে জেনে গিয়েছেন ওরি আসলে কে? তিনি একজন বিখ্যাত সোশ্যালাইট। বলিউডের সব বড়-বড় পার্টিতে দেখা যায় তাঁকে। কিছুদিন আগে শাহরুখ খানের জন্মদিনের পার্টিতে (২ নভেম্বর) গিয়েছিলেন ওরি। নীতা আম্বানি থেকে শুরু করে শাহরুখ খান পর্যন্ত–প্রত্যেকের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন এই সোশ্যালাইট। তবে তাঁর সম্পর্কে খুব বেশি জানা যায় না। ব্যক্তি হিসেবে ওরি কেমন? কীভাবে কথা বলেন? সবটাই এবার জানা যাবে বিগ বসের বাড়িতে।
ওরি আসছেন ঠিকই, কিন্তু বিগ বসের বাড়িতে থাকবেন কিনা, তা নিয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। তবে এই কথা ঠিক, ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ওরির নাম আসার সঙ্গে-সঙ্গে চমকে গিয়েছেন সক্কলে।
বলিউডের তাবড়-তাবড় তারকাদের সঙ্গে তো বটেই, তারকা সন্তানদের সঙ্গেও ওঠাবসা ওড়ির। শ্রীদেবী এবং বনি কাপুরের দুই কন্যা–জাহ্নবী এবং খুশির সঙ্গে বেড়াতে গিয়ে লাইমলাইটটাই কেড়ে নিয়েছিলেন এই ব্যক্তি। তারপর ইনস্টাগ্রামে হুহু করে বাড়তে থাকে তাঁর ফলোয়ার। ৫৭৭কে ফলোয়ার তাঁর। তাঁর সঙ্গে থাকতে চান সকল তারকাই। ওরিকে বলা হয় বলিউডের ‘বেস্ট ফ্রেন্ড’। সকলের হাঁড়ির খবরও থাকে ওরির কাছে। বিগবসের জন্য আদর্শ এক প্রতিযোগী হতে পারেন ওরি। সেই সম্ভাবনা থেকেই তাঁকে ওয়ার্ল্ড কাড এন্ট্রিতে আনা, এমনটাই মনে করছেন দর্শক এবং প্রতিযোগীরা।
