AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Orry-Salman: একরাতে ২০-৩০ লাখ আয়, ওরির কথা শুনে সলমন বললেন, ‘আমি কী করছি?’

Bigg Boss: ওরি মাত্র দুই সপ্তাহের জন্যই এসেছিলেন বিগ বসের ঘরে। সেখানে মোট তিনটে পার্টির আয়োজন করা হয়েছিল। তাতেই বিভিন্ন প্রতিযোগীরা অংশ গ্রহণ করেছিলেন। তিনি জানিয়েও দিয়েছিসেন কোন টিম জয়ী। তবে সবটা শেষে বিগ বস থেকে তাঁর যাওয়ার পালা। 

Orry-Salman: একরাতে ২০-৩০ লাখ আয়, ওরির কথা শুনে সলমন বললেন, 'আমি কী করছি?'
| Updated on: Nov 27, 2023 | 4:36 PM
Share

ওরি, বিটাউনের অন্যতম চর্চিত নাম। বিভিন্ন তারকা সন্তানদের সঙ্গে যাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হতে দেখাস যায়। এই সেলেবকেই এবার বিগ বস-এ দেখা গেল। চলছে বিগ বস ১৭, এই সিজডনে একাধিক নয়া নিয়ম জারি হয়েছে। তবে বিতর্কও এই শো ঘিরে কম নয়। একের পর এক এপিসোড নিয়ে চর্চা এখন তুঙ্গে। তবে ওরি যখন এই ঘরে প্রবেশ করে তখন নানা জল্পনা প্রকাশ্যে আসে। অনেকেই মনে করিছেলিনে তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তবে তা সত্যি নয়, সেটা স্পষ্ট করে দিয়েছিল টিম বিগ বস। তবে এই ওরি মাত্র দুই সপ্তাহের জন্যই এসেছিলেন বিগ বসের ঘরে। সেখানে মোট তিনটে পার্টির আয়োজন করা হয়েছিল। তাতেই বিভিন্ন প্রতিযোগীরা অংশ গ্রহণ করেছিলেন। তিনি জানিয়েও দিয়েছিসেন কোন টিম জয়ী। তবে সবটা শেষে বিগ বস থেকে তাঁর যাওয়ার পালা।

তবে এই শোয়ের প্রবেশ করার সময় সলমন খানের সঙ্গে সাক্ষাৎ-এর সময় ওরি জানিয়েছিলেন তাঁর আয়ের বিষয়। বিভিন্ন পার্টি থেকে শুরু করে অনুষ্ঠানে তাঁর ডাক পড়ে কেবল মাত্র পোজ় দিয়ে সেলফি তোলার জন্য। সেই ছবি তাঁকে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করতে হয়। এতেই তাঁর ডাক পড়ে বিভিন্ন জায়গা থেকে। আর এই কাজের জন্য তিনি মোট পেয়ে থাকেন রাত পিছুপ ২০ থেকে ৩০ লাখ টাকা। শুনে রীতিমত অবাক হয়ে গেলেন সলমন খান। প্রকাশ্যেই বললেন, তবে সলমন খান এখানে কী করছেন। দুনিয়া কোথায় এগিয়ে গিয়েছে। ওরি ঠিক কত টাকা আয় করে তা শুনে রীতিমত অবাক অনেকেই। যদিও তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা নেহাতই কম নয়।